‘বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সবকিছুই আমলে নেব,’ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এভাবে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আজ রোববার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পোড়া কার্গো ভিলেজ পরিদর্শনের সময় এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।

গতকাল শনিবার কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘সবকিছু আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। যত ধরনের অভিযোগ আছে, প্রতিটি অভিযোগ আমলে নেওয়া হবে।’ তিনি বলেন, ‘ক্যাটালগিং কমিটি করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থাসহ পুরো ঘটনার ক্যাটালগিং করবে। পরে গোয়েন্দা সংস্থাসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে এর রহস্য উদ্‌ঘাটন করার চেষ্টা করব।’

অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আজ বিকেলে আন্তমন্ত্রণালয় বৈঠক আছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিমানবন্দর হলো কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) এলাকা। এখানে নিজস্ব অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। তবু যত ধরনের অভিযোগ এসেছে, তা আমলে নিয়ে আজকের আন্তমন্ত্রণালয়ের সভায় বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘আগুনের যে লেলিহান শিখা দেখেছেন, যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। এই ধূম্রজালের ভেতর দিয়ে ঘটনাস্থলে পৌঁছার মতো অবস্থা ছিল না।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা কাজ করব। যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয়। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ইনস্যুরেন্স কভারেজে কী আছে, বিমানবন্দরে ইনস্যুরেন্স কভারেজ কী আছে—সবকিছু আমলে এনে আমরা সিদ্ধান্ত নেব।’

বাণিজ্য উপদেষ্টা জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ২১টি ফ্লাইট অন্য কোথাও নামতে হয়েছে বা বাতিল করতে হয়েছে। আমরা যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য আদেশ জারি হয়েছে যে আগামী তিন দিন যত অতিরিক্ত ফ্লাইট (নন–শিডিউল এক্সট্রা ফ্লাইট) আসবে, এর সব মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে।’

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আটকে পড়া যাত্রীদের খাওয়াদাওয়া হোটেল থেকে শুরু করে তাঁদের সেবা–সুস্থতার সব প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট র ঘটন

এছাড়াও পড়ুন:

৫৬ শতাংশ শিক্ষকের বাড়িভাড়া ১২ শতাংশের বেশি বাড়বে 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া তাদের মূলবেতনের ৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এই বৃদ্ধি ন্যূনতম ২ হাজার টাকা করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন।

আরো পড়ুন:

জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত ফাহিম

রাকসুতে ছাত্রদলের প্যানেলে খেলোয়াড় নার্গিস নির্বাচিত 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখন থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। তবে এই ভাতার সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে ২ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, নতুন এই নিয়মে বেশিরভাগ শিক্ষকের বাড়িভাড়া ভাতা গড়ে ৮ দশমিক ৭ শতাংশের বেশি বাড়বে। ৫৬ শতাংশের ভাতা ১২ শতাংশের বেশি, ৭৫ শতাংশের ভাতা ৯ শতাংশের বেশি বাড়বে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। একইসঙ্গে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল অনুযায়ী ভবিষ্যতে এ ভাতা সমন্বয় করা হবে। তবে এমপিও নীতিমালার শর্তাবলী যথাযথভাবে অনুসরণ না করলে বকেয়া কোনো দাবি গ্রহণযোগ্য হবে না এবং বিধিভঙ্গ হলে দায়ী থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

ঢাকা/এএএম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ