ঢাকার ধামরাই ও নওগাঁর রানীনগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা হামলা করা হয়।

এ ছাড়া গতকাল মঙ্গলবার রাতে রানীনগর উপজেলায় ব্যাংকটির কচুয়া বাজার শাখার সামনে অগ্নিসংযোগ করা হয়। তবে ওই দুই শাখায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ ভোর সাড়ে চারটার দিকে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। দোতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির অবস্থান। পেট্রলবোমাটি ভবনের দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, পেট্রলবোমা পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন ধরে যায়। পরে একজন নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন পানি ও বালু দিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
বাজারের নৈশপ্রহরী সেলিম মিয়া বলেন, ‘ভোরে ব্যাংকের সামনে আগুন দেইখা সবাইরে (আশপাশের লোকজন) ডাক দিছি। সবাই আইলে (এলে) আমরা আগুন নিভাইছি। পরে পুলিশ আইসা তদন্ত কইরা কাচের টুকরা পইড়া আছিল, ওগুলা নিয়া গেছে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধামরাই থানা এলাকায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে।’

নওগাঁর রানীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসের সামনে গতকাল রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা লোটাস হোসেনের বাসা ওই অফিসের পাশে। তিনি জানান, আজ ভোরে ঘুম থেকে উঠে ব্যাংকটির সামনে ধোঁয়া উঠতে দেখতে পান। আগুন লাগার কারণ জানতে চাইলে নৈশপ্রহরী তাঁকে জানান, রাতের কোনো এক সময় ব্যাংকের সামনের রাস্তায় আগুন জ্বলতে দেখেন তিনি। পরে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন।

নওগাঁর রাণীনগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখার সামনে মঙ্গলবার রাতে আগুন দেয় দুর্বৃত্তরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ব ত তর প ট রলব ম র স মন

এছাড়াও পড়ুন:

র‍্যাঙ্কিংয়ে কিউই ইতিহাস, ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান ড্যারিল মিচেল

নতুন এক নম্বর ব্যাটসম্যান পেল ওয়ানডে ক্রিকেট। নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল মিচেল এখন ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা।

দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে করেছেন সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে রোহিত শর্মাকে টপকে প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন মিচেল।

১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে আইসিসির র‍্যাঙ্কিং চালু হওয়ার পর নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক নম্বর হলেন মিচেল। তবে ভূতাপেক্ষা ঐতিহাসিক র‍্যাঙ্কিং বিবেচনায় শীর্ষে ওঠা দ্বিতীয় কিউই ব্যাটসম্যান মিচেল। তাঁর আগে ১৯৭৯ সালে কিউই কিংবদন্তি গ্লেন টার্নার শীর্ষস্থানে উঠেছিলেন।

অনেক দিন ধরেই দারুণ ছন্দে আছেন মিচেল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও দুটি অপরাজিত ফিফটি করেন মিচেল। ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই শীর্ষস্থানে উঠেছেন তিনি।

নিউজিল্যান্ডের তারকাদের মধ্যে মার্টিন ক্রো, অ্যান্ড্রু জোন্স, রজার টুজ, নাথান অ্যাস্টল, কেইন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও রস টেলর—ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় মোহাম্মদ রিজওয়ান (পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২২তম) ও ফখর জামানের (পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম) উন্নতি হয়েছে।

আরও পড়ুনমিরপুর টেস্ট: শততম টেস্টে আজ সেঞ্চুরি করা হলো না মুশফিকের, অপরাজিত ৯৯ রানে৭ ঘণ্টা আগে

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বড় ধরনের অগ্রগতি হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। স্পিনার আবরার আহমেদ (১১ ধাপ এগিয়ে নবম) ও পেসার হারিস রউফ (পাঁচ ধাপ এগিয়ে ২৩তম) ওয়ানডে বোলারদের সর্বশেষ তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন। এই র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

বাভুমা তাঁর ক্যারিয়ারে প্রথমবার ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ঢুকেছেন

সম্পর্কিত নিবন্ধ