রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের লিলিহল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নিহত সাদ আলী (১০)  লালমনিরহাট জেলার লিয়াকত আলী লিটনের সন্তান। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে মোটরসাইকেলে করে বাবার সঙ্গে আমচত্বর এলাকা থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিল সাদ আলী। লিলিহল মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক দ্রুত ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী জানান, ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তিনি আরো জানান, দুপুর দেড়টা থেকে পৌঁনে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরুদ্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।

 

ঢাকা/কেয়া/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হযরত গোলাপ শাহ্ মাজারে ১০ মাসে দান ৫৭ লাখ টাকা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত হযরত গোলাপ শাহ্ (রহ.) মাজারের দান বাক্সে ১০ মাসে সংগ্রহ হয়েছে ৫৬ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা।

আজ বুধবার মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে ৫৬ জন অনুমোদিত গণনাকারী দান গণনায় অংশ নেন। এর আগে সর্বশেষ দান গণনা হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য-সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব পালন করছে। দান গণনা ও ব্যাংকে জমার দায়িত্বে রয়েছে আরও একটি ১৫ সদস্যের উপকমিটি, যার আহ্বায়ক দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব।

মাজারের দান সরাসরি জনতা ব্যাংক, নগর ভবন শাখায় মাজারের পৃথক ব্যাংক হিসাবে জমা করা হয়। এই অর্থ কেবল মাজার ও মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যয় করা হয়। দানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাজার ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি।
 

ঢাকা/এএএম//

সম্পর্কিত নিবন্ধ