পদোন্নতি সংশ্লিষ্ট কাজে পারিতোষিক পুনর্নির্ধারণ
Published: 28th, October 2025 GMT
সব মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করেছে সরকার। ২০ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুনর্নির্ধারিত সম্মানী/পারিতোষিকের বিবরণ
১. প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) পুনর্নির্ধারিত হার: ৬,০০০ টাকা।
২.
৩. মৌখিক/ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য পুনর্নির্ধারিত হার: ৬,০০০ টাকা।
৪. উত্তরপত্র পরীক্ষণ:
ক) পূর্ণ উত্তরপত্র (প্রতিটি): ১৩০ টাকা;
খ) পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি): ৩৫ টাকা।
৫. লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ। প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি):
ক) দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে): ৫০০ টাকা;
খ) নাশতা: অপরিবর্তিত।
৬. লিখিত/ব্যবহারিক মৌখিক পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি):
ক) ৯ম গ্রেড ও তদূর্ধ্ব: ১,২০০ টাকা;
খ) ১০মথেকে ১৬তম গ্রেড: ১,০০০ টাকা;
গ) ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড: ৮০০ টাকা।
৭. খাতা পুনর্মূল্যায়ন: ৫০ টাকা।
৮. ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী: ৩,৫০০ টাকা।
৯. লিখিত পরীক্ষাকেন্দ্রের পরিদর্শকের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি): ১,৮০০ টাকা।আরও পড়ুনপরিবেশ অধিদপ্তরে রাজস্ব খাতে বড় নিয়োগ, নেবে ১৮৮ জন১ ঘণ্টা আগে
১০. কোডিং ও ডিকোডিং ফি: ৩ টাকা।
১১. লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ ব্যয় (প্রতি পরীক্ষার্থীর জন্য): ৩ টাকা।
১২. লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরি (কাগজসহ) (প্রতি পরীক্ষার্থীর জন্য): ৬ টাকা।
১৩. বিবিধ (কাগজ, কলম ও আনুষঙ্গিক দ্রব্যাদি): ৮,০০০ টাকা।
যা যা শর্ত
ক) প্রশ্নপত্র প্রণয়নের জন্য নির্বাচন কমিটির সদস্য/বিশেষজ্ঞরা একাধিক পদের পরীক্ষা হলেও দৈনিক জনপ্রতি একটির বেশি সম্মানী প্রাপ্য হবেন না;
(খ) একই কার্যদিবসে পদোন্নতি/নির্বাচন কমিটির একাধিক সভার ক্ষেত্রে একটির বেশি সম্মানী প্রাপ্য হবেন না;
(গ) একই কার্যদিবসে লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হলে একাধিক পদের পরীক্ষা হলেও সর্বোচ্চ দুটি সম্মানী প্রাপ্য হবেন।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়
আরও পড়ুনচাকরির পাশাপাশি যে পাঁচটি কাজ আপনার আয় বাড়াবে২৬ অক্টোবর ২০২৫আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪৫ প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার১৮ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র ক ন র জন য পর ক ষ র ক পর ক ষ ০০০ ট ক
এছাড়াও পড়ুন:
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতির দাবিতে ২১ দফা প্রস্তাব
কক্সবাজারে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সভায় সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে ২১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো— নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর করা।
শনিবার (২৫ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। সঞ্চালনায় ছিলেন মহাসচিব কাদের গনি চৌধুরী। সভায় সহ-সভাপতি একেএম মহসিন, সহকারী মহাসচিব বাছির জামাল, ড. সাদিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ বিভিন্ন আঞ্চলিক সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, সাংবাদিকদের জন্য দুই দিন সাপ্তাহিক ছুটি নির্ধারণ, সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের বিচার, গণমাধ্যমবিরোধী আইন বাতিল ও পৃথক শ্রম আদালত স্থাপন এখন সময়ের দাবি।
বক্তারা বলেন, দেশের গণমাধ্যম খাতে ৫০টিরও বেশি আইন, বিধি ও নীতিমালা থাকলেও এখনো কোনো সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা নেই। একটি পূর্ণাঙ্গ ও অভিন্ন নীতিমালা প্রণয়ন করলে তা বাস্তবায়ন সহজ হবে।
সভায় আরো জানানো হয়, সংবাদপত্রে ২৭.৫ শতাংশ করপোরেট ট্যাক্স আরোপ গণমাধ্যম শিল্পকে সংকটে ফেলছে। এই হার কমিয়ে পোশাক খাতের মতো ১৫ শতাংশে আনার আহ্বান জানানো হয়।
বিএফইউজে নেতারা জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় কাঠামোর সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা টেকসই হবে না।
ঢাকা/এএএম/ইভা