শিক্ষাবৃত্তি পেল প্রয়াত সাংবাদিকদের সন্তানরা
Published: 28th, November 2025 GMT
কর্মরত থাকাকালীন মৃত্যুবরণকারী সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষাবৃত্তি দিয়েছে এনআরবিসি ব্যাংক-ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ডিআরইউয়ের প্রয়াত ৩৩ জন সদস্যের সন্তানদের জনপ্রতি মাসিক ৩ হাজার টাকা হারে বার্ষিক ৩৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তি প্রদানের জন্য এনআরবিসি ব্যাংক সর্বমোট ১১ লাখ ৮৮ হাজার টাকা অর্থ সহায়তা করবে।
আরো পড়ুন:
ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক
বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান: ফখরুল
বৃহস্পতিবার ডিআরইউ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃত্তির চেক হস্তান্তর করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড.
এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, কমিউনিকেশন বিভাগের প্রধান মো. হারুন-অর-রশিদ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সব পর্যায়ের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। মহান পেশা সাংবাদিকতায় নিযুক্ত ছিলেন তাদের সন্তানরা আজ বৃত্তিপ্রাপ্ত হচ্ছেন। ব্যাংকিং সেক্টর নানা চ্যালেঞ্জের মধ্যেও যে অঙ্গীকার নিয়ে এনআরবিসি ব্যাংক এই সামাজিক দায়িত্ব বহন করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সব প্রতিষ্ঠান এ ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিলে একজন শিশুও আর্থিক সংকটের কারণে শিক্ষা থেকে বঞ্চিত হবে না।”
এনআরবিসি ব্যাংকের ডিএমডি বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে অসঙ্গতিগুলো যেমন বেরিয়ে আসে তেমনি উন্নয়নের পথনকশাও পাওয়া যায়। আমরা এনআরবিসি ব্যাংক সমাজের একেবারে পিছিয়েপড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করছি। আমাদের বিস্তৃত প্রায় ৬০০ নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষকে অর্থায়ন করে তাদের আর্থিক উন্নয়নে কাজ করছি। পাশাপাশি সিএসআর তহবিলের আওতায় শিক্ষা ও চিকিৎসায় সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের কল্যাণে অর্থব্যয় করা হচ্ছে।”
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেন। কিন্তু নানা কারণে তাদের আর্থিক নিরাপত্তা নেই। আমাদের ডিআরইউয়ের ৩৩ জন সদস্য অকালে মৃত্যুবরণ করায় তাদের পরিবার সংকটে পড়েছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এনআরবিসি ব্যাংককে ধন্যবাদ অসহায় পরিবারদের সন্তানদের বৃত্তি প্রদানে এগিয়ে আসার জন্য।”
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এনআরবিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিকদের কল্যাণমূলক কাজে এগিয়ে আসার জন্য। ভবিষ্যতে এ ধরনের কাজে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এনআরব স দ র সন ত ড আরইউ র জন য
এছাড়াও পড়ুন:
সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ ডিআরইউর
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, “এই মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ যেসব সাবেক মন্ত্রীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা ‘ফ্যাসিস্ট’ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা চলমান। একই মামলায় ডিআরইউর সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা অনভিপ্রেত, অযৌক্তিক ও উদ্বেগজনক।”
তিনি বলেন, “মাইনুল হাসান সোহেল পেশাদার সাংবাদিক, দায়িত্বশীল সংগঠক এবং স্বচ্ছ পরিচয়ের অধিকারী। প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসেনও দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে ডিআরইউতে দায়িত্ব পালন করছেন। তাদেরকে আওয়ামী লীগ নেতা হিসেবে দেখানোর কোনো প্রমাণ নেই, এমন অভিযোগের বিন্দুমাত্র সত্যতা পাওয়ারও সুযোগ নেই।”
ডিআরইউ সভাপতি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল এই দুজনকে মামলায় জড়িয়েছে, যা পরিষ্কারভাবে হয়রানির শামিল।
তিনি অবিলম্বে মামলাটি থেকে ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেনের নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডিআরইউর সম্পত্তি সম্প্রসারণকে কেন্দ্র করে অনেকদিন ধরেই জাকির গং ডিআরইউ নেতৃবৃন্দকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে আসছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেনকে মিথ্যা মামলায় জড়ানো জাকির গংয়ের ষড়যন্ত্রের অংশ বলেই মনে করে ডিআরইউ ইসি কমিটি।
গত ১৫-১০-২০২৫ তারিখে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (আমলী–রামপুরা), ঢাকায় জনৈক মো. সালাউদ্দিন মামলা (সিআর মামলা নং—৪৭৮) দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ ১৭৬ জনেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আসামিদের তালিকায় ১৭৪ নম্বরে ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলকে এবং ১৭৩ নম্বরে ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেনকে আওয়ামী লীগ নেতা ও পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক