খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মাসুদুজ্জামানের দোয়া
Published: 28th, November 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।
দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য নারায়ণগঞ্জের সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলগুলোতে দেশনেত্রী বেগম খালেদার দীর্ঘায়ু, সুস্থতা এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়। জুম্মার নামাজের পর মুসল্লিরা একত্রিত হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান কলেজ রোড আল্লামা ইকবাল রোড মসজিদে উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি গভীর ভক্তি ও বিনম্রতায় মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।
দোয়া শেষে মাসুদুজ্জামান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের জন্য তাঁর অবদান অপরিসীম। বর্তমানে তাঁর অসুস্থতার খবর আমাদের সবাইকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা নারায়ণগঞ্জবাসী তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আন্তরিকভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আশা করি মহান আল্লাহ খুব শিগগিরই তাঁকে সম্পূর্ণ সুস্থতা দান করবেন।”
নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে স্থানীয় বাসিন্দা, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
মুসল্লিরা দেশনেত্রীর সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করে আন্তরিকভাবে দোয়া করেন। মাসুদুজ্জামানসহ উপস্থিত সকল মুসল্লি আশা প্রকাশ করেছেন যে, মহান আল্লাহ্ শীঘ্রই দেশনেত্রীকে সুস্থ করে দেশ ও জনগণের সেবা করতে সক্ষম করবেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব গম খ ল দ মসজ দ
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নারায়ণগঞ্জ সদরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ফতুল্লার শেহাচরস্থ তক্কার মাঠে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. ইউনুস আলী।
সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান মিয়া, জেলা হাঁস প্রজনন খামার’র উপপরিচালক কৃষিবিদ এবিএম সালাহ্ উদ্দীন আহমেদ, জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাইদ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. সায়মুন হোসেন প্রমূখ।
প্রদর্শনীর লক্ষ্য হলো - প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস-মুরগি প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন- পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু - পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।
প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, পোষা পাখি এবং প্রাণিসম্পদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করার জন্য ৩০টি স্টলের সংস্থান রাখা হয়।
প্রদর্শনীতে সফল ও বিজয়ী খামারিগণের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য়, ৩য় এবং বিশেষ পুরষ্কার বিতরণ করা হয় এবং অবশিষ্ট অংশগ্রহণকারীগণের মাঝে সনদপত্র প্রদান করা হয়।