মানিকগঞ্জে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমানের (৪৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরে ঢুকে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তবে, পুলিশের পক্ষ থেকে এ ঘটনাকে চুরি বলা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় এ ডাকতি হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না।

বাড়ির মালিক লুৎফুর রহমান জানিয়েছেন, শুক্রবার সকালে বাড়িতে ফিরে এসে দরজা ও জানালা কাটা অবস্থায় দেখতে পান তিনি। আলমারি, ওয়ারড্রব এবং লকার ভাঙা ছিল। ঘরে থাকা ২৭ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট হয়েছে।

তবে, এ ঘটনাকে ডাকাতি না বলে চুরি বলছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেছেন, চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।     

ঢাকা/চন্দন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ন কগঞ জ

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খালেদা জিয়া দুই দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থা গুরুতর। নয়াপল্টনে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি এর আগে লন্ডন গিয়েছিলেন।

সম্পর্কিত নিবন্ধ