সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত নিয়োগ বোর্ড না হলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে উপাচার্য বরাবর সাত দফা দাবিতে স্মারকলিপি প্রদান শেষে এ হুঁশিয়ারি দেয় সংগঠনটি। 

আরো পড়ুন:

‘তুমি না মরলে আমি মাহীরের হব না’, বলেন বর্ষা

জুবায়েদ হত্যা: ২৫ সেপ্টেম্বর পরিকল্পনা, ১৯ অক্টোবর বাস্তবায়ন

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.

নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম।

এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহম্মেদ, নুর উদ্দিন, রোকনুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- ইবিতে ভর্তি কার্যক্রম, সব ধরনের প্রকার ফি ও পেমেন্ট অনলাইনে প্রদান, সনদপত্র এবং নম্বরপত্র উত্তোলনসহ সব প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় আধুনিক মেশিনারিজ সরবরাহ করতে হবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বা নিকটতম স্থানে ফায়ার সার্ভিস এর সাবস্টেশন স্থাপন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ করতে হবে।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সম্পূর্ণ ক্যাম্পাসে কার্যকর ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে; জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে হবে; নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে এবং কোন দলীয় বা স্বার্থান্বেষী মহল যাতে নিয়োগ না পায় সেদিকে প্রশাসনকে সর্তক অবস্থান নিশ্চিত করতে হবে; আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল খাবারের দোকান নিয়মিত তদারকির আওতায় এনে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন হলেও সাজিদের হত্যাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেফতার করা হয়নি। আর সময় দেওয়া যাবে না। সাজিদ হত্যার দৃশ্যমান কোন পদক্ষেপ প্রশাসন না নিলে কালকেই ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হবে।

তারা বলেন, ফ্যাসিস্টের দোসররা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে থাকা অবস্থায় শিক্ষক নিয়োগ দেওয়া চলবে না। নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে এবং কোন দলীয় বা স্বার্থান্বেষী মহল যাতে নিয়োগ না পায় সেদিকে প্রশাসনকে সর্তক অবস্থান নিশ্চিত করতে হবে।

ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের বিষয়ে কোনো মন্তব্য না করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আগামীকাল সিআইডির সঙ্গে শিক্ষার্থীদের একটা মিটিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/তানিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ন শ চ ত করত ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট কৃষক 

যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে অভয়নগর উপজেলার চেংগুটিয়ায় আলিপুর ব্রিজের কাছে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, স্থানীয় আনোয়ার মেম্বারের ভাই কৃষক আবুল কালাম সকালে বাইসাইকেলে করে নওয়াপাড়া বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। আলিপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তার বাইসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/প্রিয়ব্রত/রফিক

সম্পর্কিত নিবন্ধ