সিদ্ধিরগঞ্জে দাড়িয়ে থাকা মিনিবাসে আগুন
Published: 15th, November 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি মিনিবাসে (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ সময় বাসের ভেতরে কোনো লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি। আগুনে বাসের বডি, সিট, ভেতরের অংশ ও জানালার কাঁচ পুড়ে যায়।
শনিবার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো ধরনের নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।
শিমরাইল হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন বলেন, সেখানকার নৈশ প্রহরী বাবুকে জিজ্ঞাসাবাদ করলে সে জানিয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশের ওয়াশরুমে গিয়েছিল।
ফিরে এসে দেখে বাসে আগুন লেগেছে। বাসের বডি, সিট ও জানালার কাঁচ পুরোপুরি পুড়ে গেছে। তবে বাসের আশপাশে কোনো লোকজন দেখা যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও ভেতরে কোনো মানুষ না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি। যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকেও রক্ষা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।
আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে মির্জা ফখরুল এ আহ্বান জানান।
আরো পড়ুন:
আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী
রাবিতে জিএস-রেজিস্ট্রার বাকবিতণ্ডা: বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা
এ সময় তিনি রাজশাহী-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘‘একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন সৃষ্টি করা যাবে না।’’
তিনি বলেন, ‘‘আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।’’
বিএনপির মহাসচিব বলেন, ‘‘ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’’
এর আগে, তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/কেয়া/রাজীব