ঝিনাইদহে জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব হোসেন (৪০) কালা গ্রামের বাসিন্দা। তিনি চার মাস আগে কম্বোডিয়া থেকে বাড়ি ফেরেন।

মাহবুব হোসেনের চাচাতো ভাই জিয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের এক চাচার জমি নিয়ে প্রতিবেশী হুমায়ন মোল্লা গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। আগামীকাল জমির বিষয়টি নিয়ে কয়েক গ্রামের মাতব্বর মিলে সালিশ হওয়ার কথা। আজ শনিবার সকাল ১০টার দিকে হুমায়ন মোল্লার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন মাহবুব। এ সময় তাঁর লোকজন পেছন থেকে রামদা দিয়ে কুপিয়ে মাহবুবকে গুরুতর জখম করে। খবর পেয়ে তাঁকে সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।’

এ বিষয়ে জানতে হুমায়ন মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া তাহসিন বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত আছে। এ ছাড়া ঘাড়, পিঠ ও কোমরের পেছনে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, একটি জমি লিজের ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। পরবর্তী সহিংসতা ঠেকাতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝ ন ইদহ ম হব ব

এছাড়াও পড়ুন:

একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে মির্জা ফখরুল এ আহ্বান জানান।

আরো পড়ুন:

আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপি প্রার্থী

রাবিতে জিএস-রেজিস্ট্রার বাকবিতণ্ডা: বিএনপিপন্থি শিক্ষকদের নিন্দা

এ সময় তিনি রাজশাহী-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘‘একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন সৃষ্টি করা যাবে না।’’

তিনি বলেন, ‘‘আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব না।’’

বিএনপির মহাসচিব বলেন, ‘‘ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এলাকায় তার পরিবারের অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার এই আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরীফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।’’

এর আগে, তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত নিবন্ধ