আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মুহাম্মদ তাহের এ কথা বলেন। আবদুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘পত্রিকায় দেখলাম, নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছেন। সেখানে কী আলোচনা হয়েছে—সংবাদ সম্মেলন করে সরকারকে তা জাতির কাছে পরিষ্কার করতে হবে। জীবন দিয়ে, রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ এই দেশ থেকে তাড়িয়েছে। ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর কখনোই গ্রহণ করবে না। এই অন্তর্বর্তী সরকার যদি ভারতের অন্যায় কোনো আবদারে এবং অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায়, তাহলে আপনাদের পরিণতিও শুভ হবে না। জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

অন্তর্বর্তী সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘একটি দল সংস্কার চাচ্ছে না। তারা পুরোনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে পাঁয়তারা করছে। অন্তর্বর্তী সরকারও ওই দলের ফাঁদে পা দিয়েছে। সরকারের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। যদি সংস্কার না হয়, শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সে জন্য আমরা গণভোটের কথা বলেছি। সরকার গণভোট দেবে বলেছে, কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে। সেটা হচ্ছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে। তাদের বুঝতে হবে, এই দুটো নির্বাচন এক জিনিস নয়। কিন্তু ওই দলটি আলাদা গণভোট চায় না। কারণ, ডাকসু, চাকসু, জাকসু ও রাকসুর নির্বাচনের ফলাফল। জনগণ সংস্কারের পক্ষে। জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয়, তাহলে শতকরা ৮০ ভাগ লোক আমাদের পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।’

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান। আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা মু.

ইব্রাহীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসাবিষয়ক সম্পাদক আলাউদ্দিন, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়রুল ইসলাম প্রমুখ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র আম র ম সরক র গণভ ট

এছাড়াও পড়ুন:

ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে: নাসীরুদ্দ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “এখন সবচেয়ে বড় সংকট হলো রাষ্ট্রের জনগণ থেকে বিচ্ছিন্নতা। ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে। পুলিশ দিয়ে আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক ও নার্সদের পিটিয়েছে। এখন সবার একটাই প্রশ্ন, সংস্কার প্রয়োজন আছে নাকি নেই। রাষ্ট্রের যে ফ্যাসিবাদী সিস্টেম, সেভাবে একটি দেশ চালানো সম্ভব নয়।”

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আরো পড়ুন:

জুলাই সনদ নিয়ে মতপার্থক্য, ‘সরকার প্রস্তুত সিদ্ধান্তে’

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, “বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো দীর্ঘদিন বঞ্চনার শিকার মানুষের অধিকার নিশ্চিত করা। সরকারের চেয়ার মানে জনগণের দাবি বোঝা এবং সেগুলো জনগণের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করা। জনগণকে একটি কার্যকর স্বাস্থ্য কাঠামো দিতে হবে সরকারকে।”

তিনি অভিযোগ করে বলেন, “শোনা যাচ্ছে আওয়ামী লীগ যে মামলাগুলো দায়ের করেছে, সেগুলো হয়তো তুলে নেওয়া হবে। ১ বছরে টাকার বিনিময়ে সব মামলা তুলে নেওয়া হয়েছে, সেটার স্বীকৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির ১ বছরের সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি—সেটাই কি জনগণের কাছে ভোট চাওয়ার পর্যাপ্ত কারণ?”

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কারের দাবি জানিয়েছিলাম। কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে। দেশের বড় একটি জেনারেশন সংস্কার চায়। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেটাকে অবশ্যই সম্মান করতে হবে।”

তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, “জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জনগণের পালস বুঝতে পেরেছিলেন এবং দেশের হাল ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু বর্তমানে যারা বিএনপিতে আছেন, তারা জনগণের পালস বোঝেন না। তাই তাদের প্রতি আহ্বান, ইগো না রেখে সংস্কারের পথে আসুন।”

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আওয়ামী লীগের লকডাউন, অগ্নিসন্ত্রাস ও ‘রাজনৈতিক মৃত্যু’
  • কোনো চাঁদাবাজ দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না: চরমোনাই পীর
  • ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে’
  • প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
  • জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই
  • যেখানেই আওয়ামী লীগ দেখবেন, ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন: হাসনাত আবদুল্লাহ
  • পাচার ও লুটপাট বন্ধে বিশেষ ট্রাইব্যুনাল করতে হবে: হাসনাত কাইয়ূম
  • ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে: নাসীরুদ্দ
  • নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর