বড় তারকা আর ব্যয়বহুল সেট তৈরি করে সিনেমা নির্মাণ করলেই বক্স অফিসে সাফল্য আসে না। অনেক সময় বড় বাজেটের বহু সিনেমা মুক্তির পর বক্স অফিসে ভরাডুবি হয়েছে। বলিউডের বেশ কিছু সিনেমা বড় বাজেট, গুণী নির্মাতা ও নামি তারকারা অভিনয় করার পরও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমন পাঁচ সিনেমা নিয়ে এই প্রতিবেদন— 

বম্বে ভেলভেট
অনুরাগ কাশ্যাপ নির্মিত সিনেমা ‘বম্বে ভেলভেট’। এতে অভিনয় করেছেন—রণবীর কাপুর, আনুশকা শর্মা, করন জোহর প্রমুখ। করন জোহর সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেন। সেই সময়ের অন্যতম ব্যয়বহুল সিনেমা এটি। অসাধারণ ভিজ্যুয়াল, উচ্চাভিলাষী গল্পের এই সিনেমা ২০১৫ সালে মুক্তি পায়। মুক্তির আগে যতটা আশাবাদী ছিলেন নির্মাতারা; মুক্তির পর তার বিপরীতটা ঘটে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এর গল্প ধীরগতির, জটিল এবং আবেগহীন বলে মন্তব্য মনে করেন দর্শকরা। রণবীরের ক্যারিয়ারের বড় সাফল্যের বদলে এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ফ্লপে পরিণত হয়। ১১৫ কোটি রুপি বাজেটের সিনেমা আয় করে ৪৩.

২০ কোটি রুপি। 

আরো পড়ুন:

অভিনেত্রী কামিনী মারা গেছেন

পর্দার বাবাকে বাস্তবে বিয়ে করতে চেয়েছিলেন এই নায়িকা

জোকার
শিরিষ কুন্দার নির্মিত সিনেমা ‘জোকার’। সায়েন্সফিকশন ও কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহার মতো তারকারা। আক্ষরিক অর্থে ‘দুনিয়ার বাইরের’ একটি গল্প সিনেমাটিতে দেখানোর চেষ্টা করা হয়েছিল। অক্ষয়-সোনাক্ষীকে নিয়ে তৈরি কাহিনি আবর্তিত হয় এলিয়েন, ক্রপ সার্কেল এবং এক ভুলে যাওয়া গ্রামের চারপাশে। ভাবনা যতই অভিনব হোক, বাস্তবায়ন ছিল দুর্বল। অদ্ভুত গল্পের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেননি দর্শক; সমালোচকরাও কঠোর ছিলেন। অক্ষয় অভিনয় করলেও ‘জোকার’ বক্স অফিসে দারুণভাবে ব্যর্থ হয়; প্রমাণ করে দেয় সব পরীক্ষা সফল হয় না। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৪৭ কোটি রুপি, আয় করে ৩২.০৯ কোটি রুপি। 

রাবণ
গুণী পরিচালক মণি রত্নম নির্মাণ করেন ‘রাবণ’ সিনেমা। সিনেমাটির চমৎকার সিনেমাটোগ্রাফি, এ. আর. রহমানের সুর, আর বাস্তব জীবনের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন প্রধান ভূমিকায় অভিনয় করেন। সমালোচকরা সিনেমাটির ভিজ্যুয়ালের প্রশংসা করলেও, অনেকেই মনে করেন গল্পে আবেগের গভীরতা ছিল না। রামায়ণের আধুনিক ব্যাখ্যা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি। ফলে এক দশকের সবচেয়ে আলোচিত ব্যর্থ সিনেমার তালিকায় যুক্ত হয় ‘রাবণ’। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাবণ’ সিনেমা নির্মাণে ব্যয় হয় ৫০ কোটি রুপি, বক্স অফিসে আয় করে ৩৫ কোটি রুপি। 

থাগস অব হিন্দুস্তান
বলিউডের আলোচিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’। ২০১৮ সালে মুক্তি পায় তারকাবহুল এই সিনেমা। আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ অভিনীত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমার ভিজ্যুয়াল বৈভবের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মুক্তির পরই বোঝা যায়, বিশাল বাজেটও সিনেমাটির দুর্বল চিত্রনাট্য আড়াল করতে পারেনি। সমালোচকরা একে প্রাণহীন বলে আখ্যা দেন, আর দর্শকের আগ্রহ দ্রুত হারিয়ে যায়। রেকর্ড ভাঙা ওপেনিংয়ের পরও তাড়াতাড়ি ভরাডুবি হয়, হয়ে ওঠে বলিউডের অন্যতম ব্যয়বহুল ব্যর্থ সিনেমা। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এ সিনেমার নির্মাণে ব্যয় হয় ৩০০ কোটি রুপি, বক্স অফিসে আয় করে ৩২৭.৫১ কোটি রুপি।

কলঙ্ক
২০১৯ সালে মুক্তি পায় ‘কলঙ্ক’ সিনেমা। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্তের মতো তারকাদের নিয়ে এটি নির্মাণ করেন অভিষেক ভার্মা। মহাকাব্যিক পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমাটি দৃষ্টিনন্দন হলেও গল্পে ছিল না সেই আকর্ষণ। তারকাদের ভিড় থাকা সত্ত্বেও সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, প্রমাণ করেছে যে, কেবল সৌন্দর্য দিয়ে দুর্বল চিত্রনাট্যকে বাঁচানো যায় না। ১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ১৪৬.৮০ কোটি রুপি।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যয়বহ ল ম ণ কর

এছাড়াও পড়ুন:

তারকাবহুল পাঁচ সিনেমার বক্স অফিসে ভরাডুবি

বড় তারকা আর ব্যয়বহুল সেট তৈরি করে সিনেমা নির্মাণ করলেই বক্স অফিসে সাফল্য আসে না। অনেক সময় বড় বাজেটের বহু সিনেমা মুক্তির পর বক্স অফিসে ভরাডুবি হয়েছে। বলিউডের বেশ কিছু সিনেমা বড় বাজেট, গুণী নির্মাতা ও নামি তারকারা অভিনয় করার পরও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমন পাঁচ সিনেমা নিয়ে এই প্রতিবেদন— 

বম্বে ভেলভেট
অনুরাগ কাশ্যাপ নির্মিত সিনেমা ‘বম্বে ভেলভেট’। এতে অভিনয় করেছেন—রণবীর কাপুর, আনুশকা শর্মা, করন জোহর প্রমুখ। করন জোহর সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেন। সেই সময়ের অন্যতম ব্যয়বহুল সিনেমা এটি। অসাধারণ ভিজ্যুয়াল, উচ্চাভিলাষী গল্পের এই সিনেমা ২০১৫ সালে মুক্তি পায়। মুক্তির আগে যতটা আশাবাদী ছিলেন নির্মাতারা; মুক্তির পর তার বিপরীতটা ঘটে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এর গল্প ধীরগতির, জটিল এবং আবেগহীন বলে মন্তব্য মনে করেন দর্শকরা। রণবীরের ক্যারিয়ারের বড় সাফল্যের বদলে এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ফ্লপে পরিণত হয়। ১১৫ কোটি রুপি বাজেটের সিনেমা আয় করে ৪৩.২০ কোটি রুপি। 

আরো পড়ুন:

অভিনেত্রী কামিনী মারা গেছেন

পর্দার বাবাকে বাস্তবে বিয়ে করতে চেয়েছিলেন এই নায়িকা

জোকার
শিরিষ কুন্দার নির্মিত সিনেমা ‘জোকার’। সায়েন্সফিকশন ও কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেন অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহার মতো তারকারা। আক্ষরিক অর্থে ‘দুনিয়ার বাইরের’ একটি গল্প সিনেমাটিতে দেখানোর চেষ্টা করা হয়েছিল। অক্ষয়-সোনাক্ষীকে নিয়ে তৈরি কাহিনি আবর্তিত হয় এলিয়েন, ক্রপ সার্কেল এবং এক ভুলে যাওয়া গ্রামের চারপাশে। ভাবনা যতই অভিনব হোক, বাস্তবায়ন ছিল দুর্বল। অদ্ভুত গল্পের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেননি দর্শক; সমালোচকরাও কঠোর ছিলেন। অক্ষয় অভিনয় করলেও ‘জোকার’ বক্স অফিসে দারুণভাবে ব্যর্থ হয়; প্রমাণ করে দেয় সব পরীক্ষা সফল হয় না। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নির্মাণে ব্যয় হয় ৪৭ কোটি রুপি, আয় করে ৩২.০৯ কোটি রুপি। 

রাবণ
গুণী পরিচালক মণি রত্নম নির্মাণ করেন ‘রাবণ’ সিনেমা। সিনেমাটির চমৎকার সিনেমাটোগ্রাফি, এ. আর. রহমানের সুর, আর বাস্তব জীবনের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন প্রধান ভূমিকায় অভিনয় করেন। সমালোচকরা সিনেমাটির ভিজ্যুয়ালের প্রশংসা করলেও, অনেকেই মনে করেন গল্পে আবেগের গভীরতা ছিল না। রামায়ণের আধুনিক ব্যাখ্যা দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেনি। ফলে এক দশকের সবচেয়ে আলোচিত ব্যর্থ সিনেমার তালিকায় যুক্ত হয় ‘রাবণ’। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাবণ’ সিনেমা নির্মাণে ব্যয় হয় ৫০ কোটি রুপি, বক্স অফিসে আয় করে ৩৫ কোটি রুপি। 

থাগস অব হিন্দুস্তান
বলিউডের আলোচিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’। ২০১৮ সালে মুক্তি পায় তারকাবহুল এই সিনেমা। আমির খান, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ অভিনীত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমার ভিজ্যুয়াল বৈভবের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মুক্তির পরই বোঝা যায়, বিশাল বাজেটও সিনেমাটির দুর্বল চিত্রনাট্য আড়াল করতে পারেনি। সমালোচকরা একে প্রাণহীন বলে আখ্যা দেন, আর দর্শকের আগ্রহ দ্রুত হারিয়ে যায়। রেকর্ড ভাঙা ওপেনিংয়ের পরও তাড়াতাড়ি ভরাডুবি হয়, হয়ে ওঠে বলিউডের অন্যতম ব্যয়বহুল ব্যর্থ সিনেমা। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত এ সিনেমার নির্মাণে ব্যয় হয় ৩০০ কোটি রুপি, বক্স অফিসে আয় করে ৩২৭.৫১ কোটি রুপি।

কলঙ্ক
২০১৯ সালে মুক্তি পায় ‘কলঙ্ক’ সিনেমা। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্তের মতো তারকাদের নিয়ে এটি নির্মাণ করেন অভিষেক ভার্মা। মহাকাব্যিক পিরিয়ড ড্রামা ঘরানার সিনেমাটি দৃষ্টিনন্দন হলেও গল্পে ছিল না সেই আকর্ষণ। তারকাদের ভিড় থাকা সত্ত্বেও সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, প্রমাণ করেছে যে, কেবল সৌন্দর্য দিয়ে দুর্বল চিত্রনাট্যকে বাঁচানো যায় না। ১৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ১৪৬.৮০ কোটি রুপি।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ