রহস্যে ঘেরা গাজীপুরের হত্যাকাণ্ড
Published: 15th, November 2025 GMT
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বাসা থেকে রহিমা বেগম (৩৮) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় গুরুতর জখম অবস্থায় তার স্বামী ইমরান হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তাদের ১৬ বছর বয়সী মেয়েকে হেফাজতে নিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে, মেয়েটির বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত রহিমা বেগমের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১৫ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৭.৪১ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২২৫.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৪২.৪০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৩২.১৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩১.৩৯ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৯.৪১ শতাংশ, অ্যাপোল ইস্পাতের ২৮.৫৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২৮.৫৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৭.৭৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৭.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ২৭.০৩ শতাংশ ও লাভেলোর ২৬.৭২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ইভা