যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছ থেকে ৫০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। তাঁর এক বক্তৃতা বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা নিয়ে বিবিসির পক্ষ থেকে দুঃখপ্রকাশের পর এমন কথা বলেছেন ট্রাম্প।

গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা তাদের কাছে ১০০ থেকে ৫০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করব। আগামী সপ্তাহের যেকোনো সময় তা হতে পারে। আমার মনে হয়, এটা আমাকে করতেই হবে। তারা স্বীকারও করেছে যে তারা প্রতারণা করেছে।’

আরও পড়ুনবিবিসির মহাপরিচালক ও বার্তাপ্রধান কেন পদত্যাগ করলেন, ট্রাম্পের তথ্যচিত্রে সমস্যাটা কোথায়১০ নভেম্বর ২০২৫

গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠান। সেখানে তাঁরা অভিযোগ করেছেন, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে তারা প্রেসিডেন্টের মানহানি করেছে। একই সঙ্গে গতকাল শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও বেঁধে দেন তাঁরা।

গতকাল রাতে ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো বুঝতে পারছেন যে যুক্তরাজ্যের মানুষ এ ঘটনায় খুবই ক্ষুব্ধ। কারণ, এ ঘটনা দেখিয়ে দিয়েছে যে বিবিসি হলো “ফেক নিউজ”।’ তিনি আরও বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তিনি বিবিসি–সংক্রান্ত বিষয়টি তুলতে চান। স্টারমার বিবিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছেন। তবে তিনি সরাসরি ট্রাম্পবিরোধী অবস্থান নেননি।

ট্রাম্প আরও বলেন, ‘আমি সপ্তাহান্তে তাঁকে (স্টারমার) ফোন করব। আসলে তিনিই আমাকে ফোন করেছিলেন। তিনি খুব বিব্রত।’

লন্ডনে বিবিসির কার্যালয় ফাইল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় বেড়েছে পানি ফলের চাষ, বিঘাপ্রতি লাভ ৭০ হাজার

উপকূলীয় জেলা সাতক্ষীরা চিংড়ি উৎপাদনের জন্য বিখ্যাত। তবে সম্প্রতি এই জেলার কৃষকরা বিভিন্ন ফল উৎপাদনের দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিঘাপ্রতি কৃষকরা লাভ পাচ্ছেন প্রায় ৭০ হাজার টাকা। এ কারণে বর্তমানে সাতক্ষীরায় পানি ফলের চাষ বেড়েছে। 

পানিফল চাষ জলাবদ্ধ ও পতিত জমিতেও চাষ করা যায় বলে স্বল্প সময়ে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। পুষ্টিগুণে ভরপুর এই ফল ডায়াবেটিসসহ নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। 

বাজারের চাহিদা মাথায় রেখে সাতক্ষীরা সদর, তালা,কলারোয়া ও দেবহাটা উপজেলায় ব্যাপকভাবে চাষ হচ্ছে এই ফল। চাষাবাদে খরচ কম, বিপরীতে অল্প সময়ে ভালো লাভ পাওয়া যায়, তাই আগ্রহী হচ্ছেন চাষিরা।

কলারোয়া এলাকার পানিফল চাষি মো. ইয়াকুব্বর আলী বলেন, “সাড়ে তিন বিঘা জমি লিজ নিয়ে তিন বছর ধরে এই ফল চাষ করছি। যা খরচ হয় তার থেকে দ্বিগুণ লাভ হয়। এর আগে জায়গাটা ফেলানো ছিল। এ জন্য জমিটা লিজ নিয়ে আমি পানিফল চাষ শুরু করি। এই ফল চাষে আমার জীবন জীবিকা ভালোই চলছে।”

তিনি আরো বলেন, “এ বছর প্রায় এক লাখ টাকা খরচ করেছি। আল্লাহ দিলে ফল ভালোই হচ্ছে। তবে অনেক অংশ ইঁদুর নষ্ট করে দিচ্ছে। এক লাখ টাকা খরচ করে প্রায় এক লাখ টাকা লাভ থাকবে বলে আশা করছি। তবে পারিশ্রমিক বেরিয়ে যায় বেশি। এছাড়া ইঁদুর ঠেকাতে পারলে আরো বেশি লাভ করা সম্ভব।”

পানিফল

অন্য চাষিরা জানান, চারা গজানোর প্রায় তিন মাস পরে পানিফলের ফলন আসে। এরপর আরও তিন মাস ধরে এই ফলন পাওয়া যায়। মোট ছয় মাসে বিঘা প্রতি ১০-১৫ হাজার টাকা খরচ করে ৭০-৮০ হাজার টাকার ফল বিক্রি করা সম্ভব। এতে যেমন চাষিরা লাভবান হন, তেমনি শ্রমিকরাও দিনে ৬ ঘণ্টা কাজ করে সাড়ে ৩৫০ টাকা উপার্জন করতে পারেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর জেলায় ১৩৬ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। চলতি বছর তা ২৮ হেক্টর বেড়ে ১৬৪ হেক্টরে পৌঁছেছে।

গত ২০২১-২২ সালে ১০৬ হেক্টর জমিতে ২ হাজার ৭৫৫ টন পানিফল উৎপাদিত হয়। ২০২২-২৩ অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে ১৪২ হেক্টরে দাঁড়ায়। ২০২৩-২৪ সালে জেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে পানিফল চাষ হয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, “গত বছরের তুলনায় চলতি বছর পানিফল চাষের পরিমাণ বেড়েছে। পানিফল পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল, যা মানবদেহে ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। পানি ফলের চাষ আরো বাড়ানোর জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ঢাকা/শাহীন/এস

সম্পর্কিত নিবন্ধ