ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের লড়াই এখন শেষ পর্বে এসে পৌঁছেছে। গতকাল রাতে ফারো আইল্যান্ডের বিপক্ষে ৩–১ গোলের ঘুরে দাঁড়ানো জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে নেদারল্যান্ডস পৌঁছে গেছে বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে। তবে লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ গোলে জিতেও সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় আছে জার্মানি। অন্যদিকে ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা ইংল্যান্ড গতকাল রাতে সার্বিয়াকে হারিয়েছে ২-০ গোলে।বিশ্বকাপে ক্রোয়েশিয়া

গতকাল রাতে ঘরের মাঠে আগে গোল দিয়ে ক্রোয়েশিয়াকে চমকে দেয় ফারো আইল্যান্ড। তবে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি ক্রোয়াটরা। ইওস্কো গাভারদিওলের গোলে সমতায় ফেরার পর ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন পিটার মুসা ও নিকোলা ভালসিক। ৩-১ গোলের জয়ে নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার বিশ্বকাপও। বিপরীতে এই হারে শেষ হয়েছে ফারো আইল্যান্ডের সব আশা। বিশ্বকাপ নিশ্চিত করা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৭ ম্যাচে ১৯। ২ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের পয়েন্ট সমান ম্যাচে ১৩।

ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার গাভারদিওল বলেছেন, ‘এক ম্যাচ বাকি থাকতেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। গর্ব করে বলতে পারি, আমরা বিশ্বকাপে উঠেছি। এখন আমরা সেই টুর্নামেন্টের অপেক্ষায় আছি। শেষ ম্যাচটা খেলতে মন্টেনেগ্রোতে আমরা বেশ স্বস্তিতেই যাব, সেখানেও লক্ষ্য থাকবে ৩ পয়েন্ট নেওয়া।’

বিশ্বকাপের দুয়ারে নেদারল্যান্ডস

পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেও বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে নেদারল্যান্ডস। ওয়ারশতে বিরতির ঠিক দুই মিনিট আগে পোল্যান্ডের আশা জাগিয়ে গোল করেন ইয়াকুব কামিনস্কি। রবার্ট লেভানডফস্কির চমৎকার থ্রু পাস থেকে বল পেয়ে ডাচ গোলরক্ষক বার্ট ফেরব্রুখেনকে বোকা বানান কামিনাস্কি। কিন্তু বিরতির পরপরই পোলিশ হৃদয় ভাঙেন মেম্ফিস ডিপাই।

আরও পড়ুনএমবাপ্পের ৪০০, বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স২২ ঘণ্টা আগে

৪৭ মিনিটে তাঁর গোলে সমতা ফেরায় নেদারল্যান্ডস এবং সেই সমতাতেই শেষ হয় ম্যাচ। এ ড্রয়ের পর ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডাচরা। সমান ম্যাচে পোলিশদের পয়েন্ট ১৪। শুধু পয়েন্টে ৯ গোল ব্যবধানেও অনেক এগিয়ে নেদারল্যান্ডস (‍+১৩)। ফলে ঘরের মাঠে লিথুনিয়ার বিপক্ষে ম্যাচটা এখন আনুষ্ঠানিকতারই।

জার্মানির হয়ে জোড়া গোল করা নিক ভোল্ডেমোড.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প র ন শ চ ত কর

এছাড়াও পড়ুন:

এবার ছিটকে গেলেন হ্যাজলউড, চোটে জর্জরিত অস্ট্রেলিয়া

এবার অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডও। হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, চোটের কারণে হ্যাজলউড দলের সঙ্গে প্রথম টেস্টের ভেন্যু পার্থে যাবেন না। পার্থ টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ শুরু আগামী শুক্রবার।

চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম টেস্টে খেলতে না পারা নিশ্চিত হয়েছে বেশ আগেই। কদিন আগে ছিটকে গেছেন আরেক পেসার শন অ্যাবট। এই তালিকায় যোগ হলো হ্যাজলউডের নাম। হ্যাজলউডের না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা।

হ্যাজলউড গত মাসে ভারতের সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছিলেন। শেফিল্ড শিল্ডের ম্যাচেও ভালো ছন্দে ছিলেন। তবে গত বুধবার নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচে বোলিং করার সময় হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন।

অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম টেস্টে খেলতে না পারা নিশ্চিত হয়েছে বেশ আগেই

সম্পর্কিত নিবন্ধ