একটি নির্মল গল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বুঝতে চান? প্রযুক্তির হাজারো বেড়াজাল পেরিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক নারীর দৃষ্টিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেখিয়েছেন নির্মাতা অরণ্য সাহায়। সাবলীল চিত্রায়ণের এক ব্যতিক্রমী গল্প ‘হিউম্যানস ইন দ্য লুপ।’ বিদেশি বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ৩১ অক্টোবর।

একনজরে সিনেমা: ‘হিউম্যানস ইন দ্য লুপ’ ধরন: ড্রামা চিত্রনাট্য ও পরিচালনা: অরণ্য সাহায় অভিনয়: সোনাল মধুশঙ্কর, ঋধিমা সিং, গীতা গুহ, বিকাশ গুপ্ত, অনুরাগ লুগুন স্ট্রিমিং: নেটফ্লিক্স রানটাইম: ১ ঘণ্টা ১২ মিনিট

‘হিউম্যানস ইন দ্য লুপ’ কোনো প্রযুক্তিকে শত্রু হিসেবে দেখানোর গল্প নয়। ঝা চকচকে গ্রাফিকস আর আবহসংগীত আপনার রোমাঞ্চ বাড়াবে না। তবে এই সিনেমার স্তরে স্তরে যে গল্প রয়েছে, তা আপনাকে ভাবাবে, মুগ্ধ করবে। কখনো নিজে ফিরে যাবেন প্রকৃতিঘেরা সেই ছোটবেলায়। শুধু গল্পের জোরেই কত সুন্দর করে একটা সিনেমা বানানো যায়, তার উদাহরণ হয়ে থাকবে সিনেমাটি।

ঝাড়খন্ডের একটি ছোট্ট গ্রামের এক মা নেহমা (সোনাল মধুশঙ্কর)। নিজের দীর্ঘ বিবাহিত জীবন পেছনে রেখে তিনি ফিরে এসেছেন তাঁর গ্রামে। সন্তানদের ভরণপোষণের জন্য তাঁর একটি চাকরি দরকার। বেশ কাঠখড় পুড়িয়ে তিনি চাকরি পান ডেটা লেবেলিং সেন্টারে ‘ডেটা লেবেলার’ হিসেবে। ডেটা লেবেলিং সেন্টারের কর্মীদের কাজ এআইকে (কৃত্রিম বুদ্ধিমত্তা) শেখানো। কর্মীরা ভিডিওতে ছবি বা বস্তু দেখে তা লেবেল করেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে নানা কিছু শেখান। ছবির মুখটি হাসির নাকি দুঃখের, হাঁটতে থাকা ফিগারের স্কেলিটন স্ট্রাকচার, ছবিতে পোকা আছে নাকি গাছ তা নির্ধারণ করে লেবেল করেন তাঁরা।

‘হিউম্যানস ইন দ্য লুপ’–পোস্টার। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ত র ম ব দ ধ মত ত

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।

শনিবার (১৫ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪৭ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২১ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৬ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৯৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ৬৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৮ কোটি ৫০ লাখ টাকা, ডমিনেজ স্টিলের  ৮ কোটি ৫০ লাখ টাকা, মনোস্পুল পেপারের ৮ কোটি ৪২ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি বেগ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৬৫ লাখ টাকা এবং রানার অটোমোবাইলের ৭ কোটি ৩ লাখ টাকা।র লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ