পারভেজের কথায় ‘বিজয় নেবে ধানের শীষ’
Published: 15th, November 2025 GMT
চিত্রনায়ক পারভেজ আবীর চৌধুরীর এবার গান লিখলেন। 'বিজয় নেবে ধানের শীষ' শিরোনামের গানটির সুর করেছেন আহমেদ হুমায়ুন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মাটি রহমান, আর কোরাসে অংশ নিয়েছেন প্রায় ৩০ জন সঙ্গীতশিল্পী। টিম কো–অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র অভিনেতা মারুফ আকিব।
গানটির মূল পরিকল্পক ও গীতিকার পারভেজ আবীর চৌধুরী জানান, বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গানটি দেশজুড়ে প্রচার করা হবে। সম্প্রতি রাজধানীর ‘কোক স্টুডিও কলরব’-এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
রেকর্ডিং সেশনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন ও মারুফ আকিব। তারা গানটির পরিবেশনা, উপস্থাপনা এবং সামগ্রিক সুর–আবহ নিয়ে শিল্পীদের পরামর্শ দেন।
গীতিকার পারভেজ আবীর চৌধুরী বলেন, "পুরো গানজুড়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি এ দেশের ১৮ কোটি মানুষের আশীর্বাদ, তাদের আশা–প্রত্যাশা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতি। গানের কথায় উঠে এসেছে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের একত্রিশ দফার ন্যায়, পরিবর্তন ও গণতন্ত্রের প্রতিশ্রুতি।”
ঢাকা/রাহাত/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্যালটে নৌকা মার্কা নেই, ভবিষ্যতেও থাকবে না: আমান
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা নেই, ভবিষ্যতেও কোনোদিন থাকবে না।”
বুধবার (১২ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, “বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল। আমরা জনগণের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।”
তিনি আরো বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চায় গণতন্ত্র ফিরিয়ে আনতে। জনগণের ভোটের মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা প্রমুখ।
ঢাকা/শিপন/রফিক