”সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা” বিএনপি ঘোষিত ৩১ দফার এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর উদ্যোগে আজ শনিবার সোনারগাঁয়ের ৪৪নং সনমান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই ক্যাম্পে ১৮ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। রোগীদের জন্য প্রয়োজনীয় ঔষধ ও চশমা সরবরাহ এবং ডায়াবেটিস ও ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আগত চিকিৎসা সেবা গ্রহণ করতে আসা নারী-পুরুষদের উদ্দেশ্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন ।

সেইখানে একটি দফাতে রয়েছে সবার জন্য চিকিৎসা। আমি খেয়াল করে দেখেছি আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 

বিশেষ করে আমাদের পুরুষেরা শহর কিংবা হাট বাজারে গিয়ে কিছুটা চিকিৎসা সেবা পায় কিন্তু নারীরা কিন্তু একেবারে বঞ্চিত হয়।

সেই মানসিকতা থেকে চিন্তা করে আমি এই প্রত্যন্ত অঞ্চলে মানুষকে একদিনের জন্য হলেও তারেক রহমানের ঘোষিত সবার জন্য চিকিৎসা সার্বজনীক চিকিৎসা সেবা এটা যদি আমি দিয়ে যেতে পারি তাহলে যারা প্রান্তিক জনগোষ্ঠী তারা চিকিৎসা সেবাটা পেল। আমি দেখেছি এখানে ৬০ বছরের যারা কোনদিন ডাক্তারের কাছে যায়নি। 

কারণ তারা এই বয়সে কোনদিন ডাক্তার দেখানোর সুযোগ পায় নাই। তাই অনুভব করেছি যে এই গ্রামে এসে বড় বড় ডাক্তার যারা কোনদিন গ্রামে এখানে চিকিৎসা দিতে আসে নি তাদের দিয়েই আমি এই প্রান্তিক অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা দিতে চাই। 

আজকে এখানে কিন্তু অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রফেসররা রয়েছে তারা মানুষকে দেখলেই বুঝতে পারবে যে তাদের কি ধরনের রোগ হয়েছে কিংবা হতে পারে সেই বিষয়ে কিন্তু তারা পরামর্শ দিতে পারবে। পাশাপাশি কিন্তু আমি আপনাদের জন্য পদ্ধতি পরিমাণের ওষুধের ব্যবস্থাও করেছি। 

শুধু তাই নয় যাদের চোখের সমস্যা তাদের জন্য চোখের ডাক্তার এবং ক্লিন চশমার ব্যবস্থাও করেছি। একজন মানুষ যখন চোখের চিকিৎসা করাতে চায় তখন ডাক্তারের ভিজিট লাগে এরপরে চশমা কিনতে হয় অনেকের পক্ষে তা সম্ভব হয় না।

এতে করে কিন্তু তার চোখে অনেক ধরনের বড় সমস্যা হতে পারে। আপনারা আজকে এই সুযোগগুলো এখানে বসেই পাবেন। আমি আশা করছি ধৈর্য ধরে আপনারা এখান থেকে সব ধরনের সেবা গ্রহণ করবেন। 

আজকে আমাদের এটা হল নবম চিকিৎসা ক্যাম্প। এর আগেও আমরা আরো আটটি জায়গায় এই চিকিৎসা ক্যাম্প করে মানুষকে সেবা দিয়েছি। এই ক্যাম্পের মাধ্যমে আমি এ পর্যন্ত প্রায় ১৯ হাজার রোগীকে সেবা দিতে পেরেছি। আজকে প্রায় তিন হাজার রোগীর চিকিৎসা দিতে পারব।

আর আজকেরটা যদি ধরি তাহলে প্রায় ২১ হাজার পরিবারকে আমি চিকিৎসা সবার জন্য আনতে পেরেছি। তার জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে মানুষগুলোকে সেবা দিতে পারি তাদের উসিলায় আল্লাহর তরফ থেকে আমিও কিছু পাব এটা আমি আশাবাদী। 

দুনিয়াতে কি পাবো কি পাবো না সেটা বিষয় না। আমাকে দল থেকে এমপি মনোনয়ন দিল কি দিল না সেটা বিষয় নয় কিন্তু অনেক মানুষের প্রত্যাশা আমাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়। এবং যদি দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে এভাবেই আমি মানুষের জনসেবা করতে করতে আমার জীবনটা পার করে দেবো ইনশাল্লাহ। 

সুতরাং আমার ব্যক্তির কোন স্বাদ কিংবা লালসা নাই। যে আমি নিজের জন্য কিংবা পরিবারের জন্য অনেক ধন সম্পদ অর্জন করবো সেই মানসিকতা আমার কখনোই ছিল না। তাহলে আমি এ ধরনের মানবিক চিকিৎসা সেবা অন্যান্য সেবা নিয়ে মানুষের দৌড় পর্যন্ত যেতাম না। 

এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস আমি বিভিন্ন ধরনের সেবা নিয়ে মানুষের ঘরের দরজায় দরজায় যাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদের পাশে সব সময় থাকতে পারি। 

নির্বাচন নিয়ে বিভিন্ন দল তালবাহানা করছে। আল্লাহ্ আমাদের সেই সকল ষড়যন্ত্র থেকে যেন মুক্তি দেয়। আমরা যেন একটি কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারি।

এবং সেই গণতন্ত্র যেন আর কোন ফ্যাসিবাদের জন্ম না দেয়। সেই গণতন্ত্রের পরে যেন আবারও গণতন্ত্র হারিয়ে না যায়। ফ্যাসিবাদ বিতাড়িত করার জন্য আমাদের জন্য আবারও রক্ত না দিতে হয়। সেজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বেসরকারী ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান, সনমান্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি সুরুজ মিয়া, নাসির উদ্দিন, ৬ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম, ২নং নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ , সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বিউটি, জেলা যুবদল নেতা আওলাদ হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি নাসির উদ্দীন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল আলম রফিক, আওলাদ হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মেম্বার, সরকারী তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ জালাল ভুইয়া, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা অহিদুল ইসলাম প্রমূখ।
বিএনপি নেতা এডভোকেট ওমর ফারুক অনুষ্ঠান চালনা করেন। 

এসময়ে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, বিশিষ্ট চিকিৎসক আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ গণতন ত র ব এনপ র স গণতন ত র দ র জন য আপন দ র ল ইসল ম অন ষ ঠ স ন রগ আম দ র ধরন র

এছাড়াও পড়ুন:

ব্যালটে নৌকা মার্কা নেই, ভবিষ্যতেও থাকবে না: আমান 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, “আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা নেই, ভবিষ্যতেও কোনোদিন থাকবে না।” 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, “বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল। আমরা জনগণের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।”

তিনি আরো বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা চায় গণতন্ত্র ফিরিয়ে আনতে। জনগণের ভোটের মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, ইনশাআল্লাহ।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা প্রমুখ।

ঢাকা/শিপন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • পারভেজের কথায় ‘বিজয় নেবে ধানের শীষ’
  • শামীম ওসমান দিনের পর দিন না’গঞ্জবাসীর সাথে  প্রতারণা করেছে : কম. সাঈদ
  • শামীম ওসমান দিনের পর দিন না’গঞ্জবাসীর সাথে  প্রতারণা করেছে: কম. সাঈদ
  • পশ্চিমা সভ্যতার ‘দোলনা’ বলা হয় যে শহরকে
  • মনে হবে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য বক্তব্য দিয়েছেন, কিন্তু এর মধ্যেও দ্বিমত থাকতে পারে
  • পাকিস্তানে নতুন বিল পাস, আরও ক্ষমতাধর হলেন সেনাপ্রধান
  • ইসরায়েলের সবচেয়ে বড় বিপদ এখন ইসরায়েলের ভেতরেই
  • জাতীয় সরকার ছাড়া রাজনীতিতে শৃঙ্খলা ফিরবে না: নুরুল হক
  • ব্যালটে নৌকা মার্কা নেই, ভবিষ্যতেও থাকবে না: আমান