অবশেষে সেঞ্চুরি পেলেন বাবর আজম। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৮৩ ইনিংস অপেক্ষার পর গতকাল সেঞ্চুরি পেয়েছেন বাবর। দিনের হিসাবে এটি ৮০৭ দিন পর। এই সেঞ্চুরি বেশ কয়েকটি নতুন কীর্তি গড়েছেন এই ব্যাটসম্যান।১

পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি এখন বাবরের। যদিও তিনি রেকর্ডের মালিক একা নন। ওয়ানডেতে বাবর ও সাঈদ আনোয়ার দুজনের সেঞ্চুরিই ২০টি। বাবর অবশ্য সাঈদ আনোয়ারের চেয়ে ১০৮ ইনিংস কম খেলেছেন।

কাল বাবর ও মোহাম্মদ রিজওয়ান ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ওয়ানডেতে এ নিয়ে ৪০তম বারের মতো সেঞ্চুরি জুটির অংশ হলেন বাবর, যা পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৪১ বার সেঞ্চুরি জুটির অংশ ছিলেন ইনজামাম–উল–হক।

তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ২০টি সেঞ্চুরি করেছেন বাবর। ১৩৬ ইনিংসে ২০টি সেঞ্চুরি করেছেন বাবর। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হাশিম আমলা ২০টি করেছেন ১০৮ ইনিংসে, যা দ্রুততম। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি, যিনি ২০টি সেঞ্চুরি করেছেন ১৩৩ ইনিংসে।

পাকিস্তানের মাটিতে এটি বাবরের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। এটি পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ৭টি সেঞ্চুরি আছেন মোহাম্মদ ইউসুফের।

তিন সংস্করণ মিলিয়ে বাবরের সেঞ্চুরি এখন ৩২। পাকিস্তানের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। ৪১টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন ইউনিস খান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন ন ব বর ব বর র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ