খুলনার দাকোপে স্থানীয় মানুষের সঙ্গে কী কথা হলো জয়া আহসানের, দুই দিনের সফরে কী দেখলেন?
Published: 15th, November 2025 GMT
জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা শহরের মানুষেরা অনেক কিছুই শুনি, সামনে আসে নানা খবর। কিন্তু আসলে কী প্রভাব, সেটা এই প্রথম সরাসরি দেখলাম। পানি, বাসস্থান এগুলো তো খুবই মৌলিক চাহিদা, এসবের জন্য কাউকে যে এতটা কষ্ট করতে হয়; এবারের সফরে সেটা ভালোভাবে দেখলাম।
কেন পানির আরেক নাম জীবন, ওখানে গিয়ে বুঝতে পেরেছি। খাওয়ার পানি ওরা ভীষণ কষ্ট করে সংগ্রহ করে, বৃষ্টির পানি জমিয়ে খাওয়ার উপযোগী করে। লবণাক্ততার কারণে চাষাবাদ অনেক কম। এ কারণে সব ধরনের ফসলও সেখানে হয় না।
শাকসবজি অন্য জায়গা থেকে আনতে হয়। গবাদিপশুর জন্যও তো পানি দরকার। গরু পালা অনেক কষ্ট। তাই গরুর চেয়ে ভেড়া পালে বেশি।
আর আছে সাইক্লোন। বারবার ঘূর্ণিঝড়ের পর যেভাবে তারা নতুন করে শুরু করে, আমরা সেটা ভাবতেই পারি না। ভেবে দেখুন, আমার–আপনার বাড়ি সাইক্লোনে উড়ে গেছে, একবার না বারবারই এমনটা হয়। প্রতিবার নতুন করে বাড়ির মতো একটা সংবেদনশীল জিনিস তারা নতুন করে আবার তৈরি করে।
এটা তো ঠিক স্বাভাবিক নয়। এগুলো আমরা পড়ে যতটা না বুঝতে পারি, কাছে গিয়ে সেটা আরও বেশি নিজের চোখে দেখতে পেলাম। আমার নিজেরও নতুন করে উপলব্ধি হলো।
আরও পড়ুনজয়া আহসানের জন্মদিনে দেখে নিন ১৫ বছরের ১৫টি ছবি ০১ জুলাই ২০২৫জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়ে কাছ থেকে নিজ চোখে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখে এলেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে পার্ক করা মিনিবাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্ক করা নাফ পরিবহনের একটি মিনিবাস আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।
আজ শনিবার ভোর ছয়টার দিকে শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক। শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।