ইউক্রেনের ড্রোন হামলার পর কৃষ্ণ সাগরের নভোরো-সিয়েস্ক বন্দর থেকে তেল রপ্তানি সাময়িকভাবে স্থগিত করেছে রাশিয়া। দৈনিক বৈশ্বিক তেল সরবরাহের ২ শতাংশ আসে এই বন্দর থেকে।

শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন:

ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলা, নিহত ১১

রাশিয়ার জ্বালানি নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিতে অব্যাহতি দিলেন ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল রপ্তানিকারক অবকাঠামোর ওপর এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। মস্কোর যুদ্ধের অর্থায়ন সক্ষমতা কমানোর লক্ষ্যে আগস্ট থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।

এই হামলার পর সরবরাহ সংকটের আশঙ্কায় বৈশ্বিক তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। 

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাদের বাহিনী ‘রাশিয়ান সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনা হ্রাস করার প্রচেষ্টার অংশ হিসাবে’ নভোরো-সিয়েস্কে আক্রমণে নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ধরনের স্ট্রাইক ড্রোন ব্যবহার করেছে।

ইউক্রেন আরো জানিয়েছে যে, তারা শুক্রবার রাতে রাশিয়ার সারাতোভ অঞ্চলে একটি তেল শোধনাগার এবং নিকটবর্তী এঙ্গেলস-এ একটি জ্বালানি সংরক্ষণাগারে পৃথকভাবে হামলা চালিয়েছে।

এদিকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৪ জন।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের হামলায় নভোরো-সিয়েস্কে একটি ডক করা জাহাজ, অ্যাপার্টমেন্ট ভবন এবং একটি তেল ডিপোও ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহাজের তিনজন ক্রু সদস্য আহত হয়েছেন।

এদিকে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩৪ জন।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন র

এছাড়াও পড়ুন:

ধামরাই বাজারে চাল-ডাল স্থিতিশীল, বেড়ছে সবজি-আলু-পেঁয়াজের দাম

সরবরাহের ঘাটতিতে ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। অতিরিক্ত দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বাজারে দাম বাড়ায় কমেছে বিক্রি।

সরেজমিনে বুধবার (১২ নভেম্বর) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য জানা যায়। 

এসব বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে, যা গত সপ্তাহে ছিল ২০ টাকা করে। গেল সপ্তাহে ১০০ টাকা প্রতি কেজি বিক্রি হওয়া পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচা মরিচ গেল সপ্তাহে ছিল ১২০ টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ টাকা প্রতি কেজি। আদা ১৬০ টাকা প্রতি কেজি, ১২০ টাকা কেজি রসুন ও শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা প্রতি কেজি দরে। এগুলোর দাম গেল সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। 

সবজির বাজারেও দামের কিছুটা হেরফের দেখা যায়। বেগুন গেল সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা প্রতি কেজি, কদর ১০ টাকা বেড়ে ৫০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, করলা ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অপরিবর্তিত রয়েছে কিছু সবজির দাম। এরমধ্যে ফুল কপি ১০০ টাকা কেজি, মুলা ৪০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা কেজি, শসা ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। আর কিছুটা কমেছে বাঁধা কপির দাম। গেল সপ্তাহে ৭০-৮০ টাকায় বিক্রি হওয়া বাঁধা কপি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। 

চাল, আটা ও তেলের বাজারে দেখা গেছে স্থিতিশীলতা। ২৯ জাতের চাল ৬০ টাকা প্রতি কেজি, চিনিগুড়া চাল ও রাজভোগ চাল ১২০-১৩০ টাকা কেজি, আটা ৪৫-৫০ টাকা প্রতি কেজি, চিকন মসুর ডাল ১৬০ টাকা কেজি, মোটা মসুর ডাল ৯০-১০০ টাকা ও সয়াবিন তেল ১৮৮ টাকা লিটার বিক্রি হচ্ছে।

এদিকে দাম বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। অবিলম্বে দাম কমাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

দিপংকর দাস নামে একজন ক্রেতা বলেন, “দাম তো বাড়ছেই শুধু, কমার নাম নাই। এভাবে চললে খাবো কীভাবে? চলবো কীভাবে?”

অন্য দিকে বিক্রেতারা বলছেন, গেল সপ্তাহের তুলনায় সরবরাহের কিছুটা ঘাটতি থাকায় দাম কিছুটা বেড়েছে। 

মাসুদ রানা নামে একজন বিক্রেতা বলেন, “পাইকারি বাজারে দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনছি। তাই সামঞ্জস্য করে বিক্রি করতে হচ্ছে।”

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ

  • চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হতে হবে
  • জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার বরাদ্দ অর্থের বেশিরভাগ পাচ্ছে উষ্ণায়নে দায়ী দেশগুলো
  • মাছ, মুরগি ও ডিমের দাম কমেছে
  • পেঁয়াজের দাম বাড়তি, কমেছে ডিম ও মোটা চালের দাম
  • পেঁয়াজের দাম বাড়তি, কমেছে মোটা চাল ও ডিমের দাম
  • ভারতে মূল্যস্ফীতি শূন্যের কাছাকাছি, বাংলাদেশে ৮ শতাংশের বেশি
  • নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি: ৯০ দিনে অর্থ পরিশোধের সুযোগ
  • নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান
  • ধামরাই বাজারে চাল-ডাল স্থিতিশীল, বেড়ছে সবজি-আলু-পেঁয়াজের দাম