দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার দপ্তর সম্পাদক সরজিনা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কাশিয়ানী উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।

সেখানে আরো বলা হয়, দলের সকল নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। 

জাতীয়তাবাদী মহিলা দল গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি রওশন আরা রত্না এবং সাধারণ সম্পাদক নাসরিন আক্তার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ঢাকা/বাদল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গাজীপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ। 

নিহত হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে এমরান হোসেন (৪০) ও তার স্ত্রী রহিমা খাতুন (৩৫)। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এমরান ও রহিমা তাদের সন্তান শারমিনকে নিয়ে কোনাবাড়ি নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পাঁচ তলায় ভাড়া থাকতেন।  তাদের মধ্যে কোন এক বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে এমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রী রহিমাকে জবাই করে। পরে নিজেও ওই দা নিয়ে নিজের গলা কেটে ফেলেন। 

এ ঘটনা তাদের ১৬ বছর বয়সী মেয়ে শারমিন দেখেছেন বলে জানান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে। 

কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন নিহতদের মেয়ে শারমিনের বরাত দিয়ে বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছেন প্রথমে তার বাবা তার মায়ের গলা কেটে দেয়, পরে নিজেই নিজের গলা কাটে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ