সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনের সময় ধাক্কা লেগে ফজর আলী (৭৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী (৭৩) বাদামতলা এলাকার কারিগর পাড়ার বাসিন্দা। 

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, “চাচা অসুস্থ ছিলেন। নামাজের জন্য বাড়ি থেকে বের হন। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পড়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, “মোটরসাইকেলে ধাক্কা লেগে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান বৃদ্ধ ফজর আলী। নিহতের পরিবারের কারো অভিযোগ না থাকায় সুরতহাল করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/শাহীন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনাসহ ১২ জনের মামলার রায় ২৭ নভেম্বর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার রায় ২৭ নভেম্বর ঘোষণা করবেন আদালত।

আজ রোববার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ