চাঁদপুরে নিখোঁজের চার দিন পর ডাকাতিয়া নদী থেকে ১২ বছরের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কিশোরীর পরনের পোশাক দেখে পরিচয় নিশ্চিত করেছেন তার বাবা। তিনি বলেন, তাঁর মেয়ে গত বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বাসা থেকে ঘুরতে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এদিকে নৌ পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ১৯ নভেম্বর সন্ধ্যায় মেঘনা নদীর পুরানবাজার এলাকায় ওই কিশোরীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ আছে ট্রলারচালক মনির হোসেনের বিরুদ্ধে। এ অভিযোগে পাশের ট্রলার চালকেরা তাঁকে আটক করে পুলিশে দেন। মনির হোসেন এখন জেলহাজতে আছেন। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আজ কিশোরীর লাশ মেঘনা নদীর পাশের ডাকাতিয়া নদী থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উদ ধ র

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরো পড়ুন:

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমিকম্প: শিক্ষার্থীদের নিরাপত্তায় ২ সপ্তাহ বন্ধ ঢাবি, হল ছাড়ার নির্দেশ

ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ