নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
Published: 9th, November 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুমিদস্যু সিন্ডিকেট জাল-জালিয়াতী ও অর্থের বিনিময়ে বিডিএস ভূমি জরিপে ব্যাক্তিগত পত্রিক সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন তারা। এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী এমরান হোসেন, আনোয়ারা বেগম ও নিপা বেগম।
এমরান হোসেন বলেন, আমার সিদ্ধিরগঞ্জ থানাধীন খোর্দ্দঘোষপাড়া মৌজার ১১২নং আর.
তখন আমি ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হওয়াতে উক্ত বিষয়ে কিছুই করতে পারি নাই। ২০২৫ সালের মার্চ মাসে যখন বিডিএস জরিপ শুরু হয় তখন আমি উক্ত বিষয়টি তাহাদেরকে অবগত করি এবং উক্ত বিষয়ে মানববন্ধন করি। কিন্তু তাতেও কোন প্রতিকার পাই নাই।
এমতাবস্থায় আমার পত্রিক সম্পত্তি রক্ষার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৫, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দিনভর এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগে মুফতি ইসমাঈল সিরাজীর সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ আমান উল্লাহ, ফতুল্লা থানা শাখার সেক্রেটারি জোবায়ের হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ রুবেল হোসাইন, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ শাহাদাত হোসাইন রানা এবং স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগে প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেন, দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ গঠনের জন্য হাতপাখা প্রতীকই একমাত্র বিকল্প। আমরা জনগণের দোয়া ও ভোটে বিজয়ী হতে চাই, যাতে দেশের কল্যাণে কাজ করতে পারি।