রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুনানি হবে ২৫ নভেম্বর।

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম আজ রোববার এই তারিখ ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আজ মামলায় আসামিদের পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজউকের সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে তিনি এই মামলায় নিজের পক্ষে সাফাই দিতে রাজি হননি। মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তাঁরা আত্মপক্ষ সমর্থনের শুনানির সুযোগ পাচ্ছেন না।

এর আগে ১৮ নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

গত ৩১ জুলাই এটিসহ তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন; আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জন এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নওয়াজেশ আহমদের প্রয়াণদিবস পালিত

বিশিষ্ট আলোকচিত্রী, লেখক, উদ্ভিদবিজ্ঞানী নওয়াজেশ আহমদের ১৬তম প্রয়াণদিবস পালিত হয়েছে। গতকাল শনিবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার পারিল নওয়াধা গ্রামে তাঁর পৈতৃক বাড়ি জহির মঞ্জিলে এ আয়োজন করা হয়।

গতকাল দুপুরে নওয়াজেশ আহমদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর উন্মুক্ত প্রাঙ্গণে মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চালনায় শুরু হয় ‘স্মৃতির জানালায় ড. নওয়াজেশ আহমদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন মফিদুল হক, ইনাম আল হক, মোকারম হোসেন, আসলাম সানী, কেবি আল আজাদ, আমীরুল আলম খান, নোমান ফারুক, আব্দুর রহিম, নাসিম আহমেদ নাদভী প্রমুখ।

নওশা নজিব এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ কাউন্সিল ফর নেচার কনজারভেশন (বিসিএনসি) যৌথভাবে এ আয়োজনটি করেছে।

নওয়াজেশ আহমদ ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি পারিল নওয়াধা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ২৪ নভেম্বর তিনি ঢাকায় মারা যান। ছিন্নপত্র ও ধানসিঁড়ি নদীটির পাশে নামের দুটি আলোকচিত্র অ্যালবাম, ‘বাংলার বনফুল’, ‘মহাবনস্পতির পদাবলী’, ‘মহাঅশ্বত্থের সন্ধানে’, ‘বনবনানী’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

সম্পর্কিত নিবন্ধ