পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির পরিচালনা পর্ষদ রাজধানীর তেজগাঁওয়ে তাদের মালিকানাধীন জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এখন শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ সভা ডাকার প্রস্তুতি চলছে।

রবিবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, তেজগাঁও এলাকার ১৬.

৫০ কাঠা জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার। এই জমি তাদের সহযোগী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ফ্যাশনসের কাছে হস্তান্তর করা হবে। জমি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ বিনিয়োগে ব্যবহার হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জমি বিক্রির আর্থিক বিবরণ, প্রাপ্ত অর্থের সুনির্দিষ্ট ব্যবহার এবং লেনদেনের সময়সূচি শেয়ারহোল্ডারদের সভায় অনুমোদনের পর বিস্তারিত প্রকাশ করা হবে বলে কোম্পানি জানিয়েছে।

শেয়ারহোল্ডারদের জন্য সভার তারিখ, সময় ও রেকর্ড ডেট শিগগিরই জানানো হবে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এন র জ প য ক

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার

মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরো পড়ুন:

ভূমিকম্প সতর্কতা অ্যাপের বিষয়ে ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভূমিকম্প: শিক্ষার্থীদের নিরাপত্তায় ২ সপ্তাহ বন্ধ ঢাবি, হল ছাড়ার নির্দেশ

ইউএসজিএস জানিয়েছে, মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পের প্রভাব প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ