নির্জন কবরস্থানের এক কোণে ছোট্ট একটি কবর। মাটি এখনো নরম, ভেজা। কবরে বাঁশের খুঁটির সঙ্গে কালো ফিতা দিয়ে আটকানো সাদা কাগজে লেখা—‘বেবী অফ আঁখিমনি-রন্টি (কন্যাসন্তান)’। দাফনের তারিখ ১২ নভেম্বর।

নারায়ণগঞ্জে ভুঁইগড়ের মামুদপুর কবরস্থানে নামহীন শিশুর এই কবরের পাশে দাঁড়ালে বোঝার উপায় নেই যে মৃত্যুর আগে বা পরে এই কন্যাসন্তান তার মা–বাবা বা কোনো স্বজনকেই কাছে পায়নি। তার চিকিৎসা ও দাফনের ব্যবস্থা করেছে ডা.

মুজিব নিউবর্ন ফাউন্ডেশন।

নারায়ণগঞ্জে ভুঁইগড়ের মামুদপুর কবরস্থানে নামহীন শিশুর এই কবরের পাশে দাঁড়ালে বোঝার উপায় নেই যে মৃত্যুর আগে বা পরে এই কন্যাসন্তান তার মা, বাবা বা কোনো স্বজনকেই কাছে পায়নি।কাগজে মায়ের নাম আছে, বাস্তবে মা নেই

৫ নভেম্বর রাত ৩টার দিকে কে বা কারা নবজাতকটিকে শ্বাসকষ্টসহ শারীরিক সমস্যা নিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড মোড়ের বাংলাদেশ নবজাতক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এ সময় শিশুটির ওজন ছিল এক কেজির মতো। ভর্তির কাগজে মায়ের নাম লেখা ছিল—আঁখিমনি-রন্টি। ভর্তির পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে আর খুঁজে পায়নি। যোগাযোগের যে নম্বর দেওয়া ছিল, সেই নম্বরে কেউ ফোন ধরেননি।

মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চিকিৎসক অধ্যাপক মজিবুর রহমান। তিনি মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক, পাশাপাশি বেসরকারি উদ্যোগে পরিচালিত বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিফ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভবিষ্যতে আইনি ঝামেলা এড়াতে নবজাতক উদ্ধার এবং মারা গেলে থানা ও প্রশাসনের অনুমতি নিতে হয়। সকালে এই নবজাতকের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অনুমতি নিতে নিতে লাশ দাফন করতে বিকেল হয়ে গেছে। জন্ম, মৃত্যু—সব জায়গাতেই ভোগান্তি পোহাতে হয়েছে নবজাতকটিকে।মজিবুর রহমান, মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক

মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, কন্যাসন্তানটিকে ভর্তির সময় মায়ের নাম আঁখিমনি-রন্টি বলে উল্লেখ করা ছিল। তাই তার কবরের ওপরে—বেবী অফ আঁখিমনি-রন্টি (কন্যা সন্তান) লিখে রাখা হয়েছে।

মজিবুর রহমান আরও বলেন, রাজধানীর বাইরে আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফন করে না। তাই ভোগান্তিতে পড়তে হয়। ভবিষ্যতে আইনি ঝামেলা এড়াতে নবজাতক উদ্ধার এবং মারা গেলে থানা ও প্রশাসনের অনুমতি নিতে হয়। সকালে এই নবজাতকের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অনুমতি নিতে নিতে লাশ দাফন করতে বিকেল হয়ে গেছে। জন্ম, মৃত্যু—সব জায়গাতেই ভোগান্তি পোহাতে হয়েছে নবজাতকটিকে।

বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ মৃত্যু

এই নবজাতকের মৃত্যুর কয়েক দিন পর ১৪ নভেম্বর রাজধানীর মেরুল বাড্ডার রাশমনা আপনঘর বৃদ্ধাশ্রমে থাকা ৯৫ বছর বয়সী মো. আবদুল আজিজ চৌধুরী মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর আগে তিনি বারবার স্বজনদের মুখ দেখতে চেয়েছিলেন। কিন্তু কেউ আসেননি। এমনকি মৃত্যুর পর খবর দেওয়ার পরও তাঁর লাশ নিতে আসেননি কেউ। বৃদ্ধাশ্রমের প্রশাসন আইনি ঝামেলা সামলে আজিমপুর কবরস্থানে তাঁর দাফনের ব্যবস্থা করেছে।

রাশমনা আপনঘর বৃদ্ধাশ্রম ও ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলছেন, এমন জন্ম ও মৃত্যু যেন কারও না হয়।

বৃদ্ধাশ্রমে থাকা প্রয়াত মো. আবদুল আজিজ চৌধুরীর (ডানে) সঙ্গে আপনঘর বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মো. আরিফুর রহমান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র রহম ন কবরস থ ন আ খ মন র কবর

এছাড়াও পড়ুন:

বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বন্দরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর)  বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ কবিলেরমোড় এলাকায় আলহাজ্ব আতাউর রহমান মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে এ  দোয়ার আয়োজন করা হয়।  

মিলাদ ও দোয়া শেষে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও  নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা ফুল নিয়ে সকাল থেকে তার বাসভবনে সমবেত হতে থাকে। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের পর তাদের  ফুলেল অভ্যর্থণায় সিক্তহন বিএনপি নেতা আতাউর রহমান মুকুল।

ওই সময় আতাউর রহমান মুকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমান,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাকুর রহমানের সঞ্চালনায় ফুলেল শুভেচ্ছায় অংশ নেন মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি হাজী রাশেদ আহাম্মেদ টিটু, মহানগর বিএনপি নেতা আলমগীর হোসেন রায়হান, মহানগর স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সাইদুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, বর্তমান যুগ্ম আহবায়ক কামালউদ্দিন মীর্জা জনি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন মেম্বার, জাকির হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ মো. আসলাম, হাসান আলী, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন, সাইদুল, ইকবাল, মুসাপুর ইউনিয়ন বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন, মোসলেহউদ্দিন, মিজানুর রহমান, জালাল মেম্বার, মেছের আলী, মুসাপুর ইউনিয়ন বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস, নাজির হোসেন, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. শাকিল মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শেখ সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • আদমজী কবরস্থানের জলাশয় ভরাট করে জমি দখলের চেষ্টা, এলাকাবাসীর ক্ষোভ
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চিহ্ন
  • ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারে ৭৭ নম্বর পিলারে ফাটলের চি
  • মাসুদুজ্জামানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ
  • মামুন মাহমুদকে গাড়ি উপহার দেইনি : মান্নান  
  • মান্নানের প্রার্থীতা বাতিলের দাবিতে সোনারগাঁয়ে মশাল মিছিল
  • বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
  • তারেক রহমান সুস্থ থাকলে গণতন্ত্র টিকে থাকবে : মান্নান