রাশিয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা
Published: 23rd, November 2025 GMT
রাশিয়ার মস্কো অঞ্চলের শাতুরা তাপ বিদ্যুৎ কেন্দ্রে রবিবার ভোরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। হামলার ফলে বিদ্যুৎ কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
শাতুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পূর্বে, মস্কো ওব্লাস্টের উপকণ্ঠে অবস্থিত।
আরো পড়ুন:
ইউক্রেনের সামনে কঠিন ২৮ দফা অথবা ভয়াবহ শীতকাল: জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব, জমি ছাড়তে হবে ইউক্রেনকে
ভোরোবিভ বলেন, “কিছু ড্রোন বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। বেশ কয়েকটি স্টেশনের এলাকায় পড়েছিল। এর ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।”
জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদপত্র কমার্স্যান্ট জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ট্রান্সফরমার, যার প্রতিটি প্রায় ৬৫ বর্গমিটার (৬৭০ বর্গফুট) আকারের, সেগুলোতে আগুন ধরে গেছে।
ভোরোবিভ জানিয়েছেন, ব্যাকআপ পাওয়ার চালু করা হয়েছে। যেসব এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, সেখানে মোবাইল হিটিং সিস্টেম স্থাপন করা হচ্ছে।
ইউক্রেনের সামরিক বাহিনী এখনও এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
শীতকাল আসন্ন হওয়ায় রাশিয়া ও ইউক্রেন উভয়েই একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে ব্যাপক হামলা চালাচ্ছে, যার ফলে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের অনেক এলাকায় জায়গায় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র শ য় ইউক র ন য দ ধ ইউক র ন ইউক র ন র
এছাড়াও পড়ুন:
প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনাসহ ১২ জনের মামলার রায় ২৭ নভেম্বর
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার রায় ২৭ নভেম্বর ঘোষণা করবেন আদালত।
আজ রোববার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।