যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রত্যেক প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবেন। জনগণের কাছে ভোট চাওয়া থেকে শুরু করে ভোটকেন্দ্রে ফলাফল পর্যন্ত যেসব কর্মসূচি আছে, তার সবই করবে যুবদল। ইতিমধ্যে সংগঠনটি মাঠে কাজ শুরু করেছে।

গতকাল শনিবার রাতে চাঁদপুর শহরের মুনিরা ভবনে জেলা যুবদল আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন যুবদল সভাপতি।

মনোনয়ন পাওয়া না-পাওয়া নিয়ে দলীয় অভ্যন্তরীণ বিরোধ বিষয়ে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘বিএনপি বড় দল। মনোনয়নবঞ্চিত হওয়ায় কেউ মনঃক্ষুণ্ন হলেও তা এখন অনেকাংশেই কমে গেছে। আশা করি, এ মাসের মধ্যেই এ–সংক্রান্ত যে সমস্যা আছে, তা ঠিক হয়ে যাবে।’

সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বদল ব এনপ

এছাড়াও পড়ুন:

বসতঘরে একাই থাকতেন বৃদ্ধা, আগুনে পুড়ে মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিজ বসতঘরে আগুনে পুড়ে জেওরা খাতুন (৮২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জেওরা খাতুন গোবিন্দপুর গ্রামের মৃত আ. রব চৌধুরীর স্ত্রী। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। তাঁরা বিয়ে ও কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন। গোবিন্দপুর গ্রামে একটি টিনের দোচালা ঘরে জেওরা খাতুন একাই থাকতেন।

জেওরা খাতুনের নাতি উপজেলার কালিকাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. ছাত্তার বলেন, গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে রাতের খাবার খেয়ে তাঁর দাদি ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওই ঘরে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বৃদ্ধা চিৎকার করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও পারেননি। একপর্যায়ে তিনি আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আগুনে মালামালসহ বসতঘরটিও পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

ওই বৃদ্ধার বড় ছেলে মো. সোলেমান বলেন, ‘আগুনে পুইড়া আমার মা দুনিয়া থেকে এইভাবে চইলা যাইব, তা কোনো দিন চিন্তাও করি নাই। এহন আমি কারে মা ডাহুম।’
উপজেলা ফায়ার সার্ভিসের একাধিক কর্মী জানান, তাঁরা ওই গ্রামে আগুন লাগার খবর পেয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু পরে তাঁদের জানানো হয়, সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, তাঁরা বিষয়টি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি।

সম্পর্কিত নিবন্ধ