গত ১০ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকের প্রাণহানি ঘটেছে। বিষয়টি ভারতের ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে। শনিবার (২২ নভেম্বর) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন বলিউড বাদশা শাহরুখ খান।  

এ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। এ মঞ্চে ২৬/১১ সন্ত্রাসী হামলা, পেলেলগাম হামলা এবং দিল্লি বিস্ফোরণের নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরুখ খান বলেন, “২৬/১১ সন্ত্রাসী হামলা, পেহেলগাম সন্ত্রাসী হামলা এবং সম্প্রতি দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিষ্পাপ মানুষদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এসব হামলায় শহীদ হওয়া আমাদের সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।” 

আরো পড়ুন:

‘২০৫০ সালে মানুষ হয়তো বলবেন, শাহরুখ খান কে?’

রেকর্ড গড়বে শাহরুখের ‘কিং’?

শাহরুখ খানের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত সকলে করতালি দেন; যা ভুক্তভোগী ও নিরাপত্তা বাহিনীর প্রতি যৌথ শোক ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে। 

ভারতের নাগরিকদের প্রতি ঐক্য ‍ও সংহতির আহ্বান জানিয়ে শাহরুখ খান বলেন, “আজ আমাকে দেশের সাহসী সেনা ও জওয়ানদের জন্য এই চারটি সুন্দর লাইন আবৃত্তি করতে বলা হয়েছে.

..। যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আপনি কী করেন, গর্বের সঙ্গে বলবেন—‘আমি দেশকে রক্ষা করি।’ কেউ যদি জিজ্ঞাসা করেন আপনি কত টাকা উপার্জন করেন, একটু হেসে বলবেন—‘আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ উপার্জন করি।’ আর যদি তারা ঘুরে দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করে—আপনি কি ভয় পান না? তাদের চোখে চোখ রেখে বলবেন—‘যারা আমাদের আক্রমণ করে, তারাই তা অনুভব করে...।”  

শান্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শাহরুখ খান বলেন, “আসুন আমরা সবাই একসঙ্গে শান্তির পথে এগিয়ে যাই। আমাদের চারপাশের জাত, ধর্ম, বর্ণ ভুলে মানবতার পথে হাঁটি, আমাদের দেশের শান্তির জন্য যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমাদের মধ্যে যদি শান্তি থাকে, তবে ভারতকে কেউ নাড়া দিতে পারবে না।” 

বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির একঝলক। শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। এটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। 

জানা যায়, ‘কিং’ সিনেমায় আরো অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখ। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটি ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে। 

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আম দ র বলব ন

এছাড়াও পড়ুন:

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ রেহানার মামলায় যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুনানি হবে ২৫ নভেম্বর।

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম আজ রোববার এই তারিখ ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আজ মামলায় আসামিদের পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজউকের সদস্য মোহাম্মদ খুরশিদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে তিনি এই মামলায় নিজের পক্ষে সাফাই দিতে রাজি হননি। মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তাঁরা আত্মপক্ষ সমর্থনের শুনানির সুযোগ পাচ্ছেন না।

এর আগে ১৮ নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন আদালত। মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

গত ৩১ জুলাই এটিসহ তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন; আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জন এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।

সম্পর্কিত নিবন্ধ