পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
Published: 23rd, November 2025 GMT
পিরোজপুরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার ভোরে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় এক ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। আটক ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৫৫)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। একপর্যায়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নিয়ে নেয় তারা। গ্রামবাসীর সহায়তায় দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ওই দুজনকে পিটুনি দেন গ্রামবাসী।
অনুকূলের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে সোনার চেইনসহ স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান। তিনি বলেন, গতকাল রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর পুলিশের একটি দল পশ্চিম দুর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। পরে তাঁদের পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৯৪ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারী এবং মেরিনড্রাইভ সড়কে থেকে আরো একজনকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন, মিয়ানমারের মংডু পেরাম-প্রু এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. ইব্রাহিম (১৮), সোয়েজার এলাকার নবী হোসেনের ছেলে মোহাম্মদ জোনায়েদ (১৫), টেকনাফের কেরনতলী এলাকার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (২০) এবং কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকার ফরিদ আলমের ছেলে মো. আরিফ (২৫)।
আরো পড়ুন:
রামুতে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল জব্দ
শনিবার (২২ নভেম্বর) বিকেলে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার দিক থেকে সাঁতার দিয়ে আসা দুই ব্যক্তিকে প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে টহল দল। পরে নৌ-পেট্রোল ক্রাফট দ্রুত অ্যাকশনে গেলে জালিয়ার দ্বীপের কাছাকাছি নদী অংশে ৯৪ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।”
তিনি বলেন, “ওই রাতে টেকনাফ মেরিন ড্রাইভের হাবিরছড়া ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশিতে ১২০ পিস ইয়াবাসহ আরো একজনকে আটক করে বিজিবি।”
এ চারজনকে আটক এবং ৯৪ হাজার ইয়াবা জব্দ করার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
ঢাকা/তারেকুর/মেহেদী