এভারকেয়ারের কাছে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার ওঠানামা করবে
Published: 3rd, December 2025 GMT
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরকার তাকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে। জনগণের মধ্যে বিভ্রান্তি এড়াতে এ বিষয়ে কোনো অপপ্রচার না করার জন্য অনুরোধ করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জমে উঠেছে কুমিল্লা বইমেলা
কুমিল্লা নগরীর টাউন হল মাঠে জমে উঠেছে কুমিল্লা বইমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৩ নভেম্বর) সপ্তম দিনে বইপ্রেমী মানুষের উচ্ছ্বসিত ভিড় দেখা গেছে মেলায়।
এবার মেলায় রাজধানীর ৭৪টি প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং কুমিল্লার ১০টি স্থানীয় প্রকাশনাসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলার বই বিক্রেতা মিজানুর রহমান বলেন, “এই মেলায় পাঠকের ভিড় দেখে মনে হচ্ছে মানুষ আবার বইয়ের কাছে ফিরছে। বিক্রিও আগের বছরের চেয়ে ভালো।”
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার। তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ার যুগেও বইয়ের পাতায় যে আনন্দ আছে, তার তুলনা নেই। তাই প্রতিবছর অপেক্ষায় থাকি কুমিল্লা বইমেলার। এই মেলা যেন প্রতি বছর কুমিল্লাতে হয়।’’
প্রকাশনা প্রতিষ্ঠান ‘প্রথম আলো’র বিক্রয় কর্মকর্তা জাহিদুল হক বলেন, “আজ বিকেলের পর থেকে ভিড় এমন পর্যায়ে গেছে যে স্টলে দাঁড়ানোর জায়গা পাওয়া কঠিন। শিশুতোষ বই ও উপন্যাস বেশি বিক্রি হচ্ছে।”
এদিকে সন্ধ্যার পর মেলা নতুন সাজে মেতে ওঠে। মঞ্চে আবৃত্তি, গান আর পথনাটকের সুরে চারপাশে ছড়িয়ে পড়ে সাংস্কৃতিক উচ্ছ্বাস। শহরের মানুষের ভিড়ে চেনা-অচেনা মুখগুলো যেন বই আর সাহিত্যের এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে তখন।
মেলা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
ঢাকা/রুবেল