ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়ে টেলিভিশন রিপোর্টার্স ক্লাব (টিআরসি) নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

সম্প্রতি সাভারে আলোচনা ও সমন্বয় সভা শেষে চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি অপু ওহাবকে আহ্বায়ক করে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন- বাংলাভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহীন, বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন সানী, এখন টেলিভিশনের সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, একুশে টেলিভিশনের ধামরাই প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির এবং আরটিভির ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ।

কমিটির সদস্যরা জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অবাধ তথ্যপ্রবাহ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং সমাজের কল্যাণে কাজ করতেই ‘টিআরসি’ যাত্রা শুরু করেছে।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ‘টিআরসি’ সাভার, আশুলিয়া, ধামরাই অঞ্চলে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অগ্রগতি, ন্যায়সঙ্গত অধিকার এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা/সাব্বির 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট আরস

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি, আবেদন শেষ ৪ ডিসেম্বর

বাংলাদেশ বিমানবাহিনীতে ১০ম গ্রেডের ১৪টি বেসামরিক পদে নিয়োগে অনলাইনে আবেদন চলছে। আবেদনের সুযোগ আর দুইদিন।

পদের নাম ও বিবরণ—

১. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা: ০৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং ডিপ্লোমা ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মেকানিক্যাল, আইটি, যোগাযোগ, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন ইত্যাদি কাজে অন্যূন এক বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

২. আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল)

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ০৪ বছর মেয়াদি নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী)

পদসংখ্যা: ০৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএসহ সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুন‘জজের মা’ ডাক শোনার আনন্দ মিলিয়ে গেল কান্নায়০২ ডিসেম্বর ২০২৫বয়সসীমা

৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটের https://joinairforce-civ.baf.mil.bd/ মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

২০০ টাকা (সার্ভিস চার্জ আলাদা)

আবেদনের সময়সীমা

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির০১ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় পড়াশোনা: ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ