নতুন এক নম্বর ব্যাটসম্যান পেল ওয়ানডে ক্রিকেট। নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান ড্যারিল মিচেল এখন ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা।

দারুণ ছন্দে থাকা এই ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে করেছেন সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে রোহিত শর্মাকে টপকে প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন মিচেল।

১৯৮৭ সালে আনুষ্ঠানিকভাবে আইসিসির র‍্যাঙ্কিং চালু হওয়ার পর নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক নম্বর হলেন মিচেল। তবে ভূতাপেক্ষা ঐতিহাসিক র‍্যাঙ্কিং বিবেচনায় শীর্ষে ওঠা দ্বিতীয় কিউই ব্যাটসম্যান মিচেল। তাঁর আগে ১৯৭৯ সালে কিউই কিংবদন্তি গ্লেন টার্নার শীর্ষস্থানে উঠেছিলেন।

অনেক দিন ধরেই দারুণ ছন্দে আছেন মিচেল। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও দুটি অপরাজিত ফিফটি করেন মিচেল। ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই শীর্ষস্থানে উঠেছেন তিনি।

নিউজিল্যান্ডের তারকাদের মধ্যে মার্টিন ক্রো, অ্যান্ড্রু জোন্স, রজার টুজ, নাথান অ্যাস্টল, কেইন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও রস টেলর—ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছিলেন।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের একাধিক খেলোয়াড়ের। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় মোহাম্মদ রিজওয়ান (পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২২তম) ও ফখর জামানের (পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম) উন্নতি হয়েছে।

আরও পড়ুনমিরপুর টেস্ট: শততম টেস্টে আজ সেঞ্চুরি করা হলো না মুশফিকের, অপরাজিত ৯৯ রানে৭ ঘণ্টা আগে

বোলারদের র‍্যাঙ্কিংয়েও বড় ধরনের অগ্রগতি হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। স্পিনার আবরার আহমেদ (১১ ধাপ এগিয়ে নবম) ও পেসার হারিস রউফ (পাঁচ ধাপ এগিয়ে ২৩তম) ওয়ানডে বোলারদের সর্বশেষ তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন। এই র‍্যাঙ্কিংয়ে এখনো শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

বাভুমা তাঁর ক্যারিয়ারে প্রথমবার ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ঢুকেছেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ব য টসম য ন

এছাড়াও পড়ুন:

ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও

ছোট্ট ক্যারিবীয় দ্বীপ কুরাসাও লিখে ফেলল ইতিহাস। স্টিভ ম্যাকলারেনের জামাইকার সঙ্গে ড্র করেই তারা হয়ে গেল বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট দেশ। আগে এই রেকর্ড ছিল আইসল্যান্ডের, যারা খেলেছিল ২০১৮ বিশ্বকাপে। কিন্তু কুরাসাওয়ের তুলনায় তাদের দেশ অনেক বড়। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যা কুরাসাওয়ের (যা কেমব্রিজ বা হাডার্সফিল্ডের সমান)। আর আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। ম্যান দ্বীপের চেয়েও ছোট।

জামাইকার কোচ হিসেবে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ইংল্যান্ড ম্যানেজার স্টিভ ম্যাকলারেন। ঘরের মাঠ কিংস্টনে জিতলেই ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠত জামাইকা। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র। ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টিটিও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়।

আরো পড়ুন:

টানা আট ছক্কায় আকাশের অনন্য রেকর্ড, ছুঁলেন শাস্ত্রী-সোবার্সকেও

লরা উলভার্ট: হিমালয়ের চূড়ায় এক নিঃসঙ্গ শেরপা

অন্যদিকে, ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত না থাকলেও কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট বয়সের দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন। ৭৮ বছর বয়সে তিনি হবেন বিশ্বকাপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচ। এর আগে এই রেকর্ড ছিল গ্রিসের দায়িত্ব নেওয়া অটো রেহাগেলের। যার বয়স ছিল ২০১০ সালে ৭১।

ভেনেজুয়েলা উপকূল থেকে মাত্র ৩৭ মাইল দূরের এই দ্বীপটি ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডস রাজ্যের অধীন একটি পৃথক দেশ হয়। মাত্র এক দশক আগেও ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা ছিল ১৫০ নম্বরে; এখন তারা উঠে এসেছে ৮২-তে।

৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপের বর্ধিত ফরম্যাট এবং আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জন; সব মিলিয়ে কুরাসাওয়ের জন্য পথটা অনেকটাই সহজ হয়েছে। কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডানের সঙ্গে তারা হয়ে গেল আগামী বিশ্বকাপের চতুর্থ নবাগত দল।

ম্যাচের আগে কুরাসাওয়ের মিডফিল্ডার জুনিনহো বাকুনা (হাডার্সফিল্ড, রেঞ্জার্স ও বার্মিংহামের সাবেক খেলোয়াড়) অভিভূত হয়ে বলেছিলেন, “এটা অবিশ্বাস্য। কুরাসাওয়ের জন্য সবচেয়ে বড় অর্জনের একটি। কয়েক বছর আগেও এমন কিছু কল্পনাই করা যেত না। দলের অংশ হতে পারাটাই নিজের জন্য এক বিশাল স্বপ্নপূরণ হবে।”

১০টি ম্যাচে সাত জয় ও অপরাজিত অবস্থায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

তবে নাটকের শেষ ছিল আরও জমজমাট। পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি অ্যান্টোনিসে আইজ্যাক হেডেনকে ফাউল করেছেন বলে প্রথমে পেনাল্টির নির্দেশ দেন সালভাদোরীয় রেফারি ইভান বার্টন। কিন্তু ভিএআরের পরামর্শে তিনি মনিটর দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন। দর্শকদের হতাশায় ডুবে যাওয়া ছাড়া উপায় ছিল না।

কনকাকাফের বাছাই থেকে কুরাসাওয়ের সঙ্গে বিশ্বকাপে উঠেছে হাইতি ও পানামা। আর জামাইকার অপেক্ষা এখন আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

এদিকে, ক্যারিবিয়ান দ্বীপ হাইতি ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিকারাগুয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ৫২ বছর পর প্রথমবার বিশ্বকাপে হাইতি
  • ভারতের সঙ্গে জয়ের পর শ্রীমঙ্গলের বাড়িতে শমিত, মানুষের ভিড়, উৎসব
  • ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও
  • কাবাডি আমাদের ঐতিহ্য, জাতীয় চেতনার প্রতীক: উপদেষ্টা আসিফ
  • প্রথমবার ‘অস্কার’ পেলেন টম ক্রুজ