ট্রেন থামিয়ে পরিচালক ও চালককে মিষ্টি খাওয়ালেন আন্দোলনকারীরা
Published: 19th, November 2025 GMT
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, সব আন্তনগর ট্রেনের আসন বৃদ্ধি, রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বিরামপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে আয়োজক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ), বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ যাত্রী, ব্যবসায়ী সংগঠন, ক্রীড়া সংগঠন, বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ব্যক্তিরা ব্যানার হাতে নিয়ে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধন চলাকালে সকাল সোয়া ১০টায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মানববন্ধনে অংশগ্রহণকারী সম্মানে বিরামপুর স্টেশনে দুই মিনিটের জন্য থামে। এ সময় বিরামপুরবাসীর পক্ষ থেকে ওই ট্রেনের পরিচালক ও চালককে মিষ্টিমুখ করানো হয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে বিরামপুর ছেড়ে চলে যায়।
বিরামপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে চলাচলরত ১১টি আন্তনগর এক্সপ্রেস বিরামপুর রেলওয়ে স্টেশনে বিরতি নেয়। কিন্তু কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন বিরামপুর স্টেশনে বিরতি নেয় না। কুড়িগ্রাম এক্সপ্রেস প্রতিদিন সকাল ৯টা ৪৬ মিনিটে ও পঞ্চগড় এক্সপ্রেস বেলা ৩টা ২০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে বিরামপুরের ওপর দিয়ে জয়পুরহাট হয়ে ঢাকায় যায়। কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস বিরামপুর রেলওয়ে স্টেশনে বিরতি না দেওয়ায় বিরামপুর ও আশপাশের উপজেলার যাত্রীরা গুরুত্বপূর্ণ কাজে দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকায় যাওয়া-আসা করতে ওই দুটি ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে আয়োজক সংগঠন বিরামপুর পেশাজীবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘বিরামপুর উপজেলা দিনাজপুরের ফুলবাড়ি, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার কেন্দ্রীয় উপজেলা। বিরামপুর উপজেলা শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসা সমৃদ্ধ উপজেলা। বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে উত্তরে পার্বতীপুর ও দক্ষিণে দুটি জয়পুরহাট স্টেশনে বিরতি দেয়। আমাদের দীর্ঘদিনের দাবি, বিরামপুরে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি দেওয়া হোক। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের দাবি না মানলে আগামী দিনে আমরা আরও জোরদার আন্দোলন করব এবং আমাদের দাবি আদায় করবই।’
মানববন্ধনে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাবেক আমির আনোয়ারুল ইসলাম জানান, বিরামপুরে রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থামলে শুধু বিরামপুরবাসী উপকৃত হবেন না। এতে দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দরসহ আশপাশের আরও পাঁচটি উপজেলার মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন আনোয়ারুল।
মানববন্ধনে অন্যদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান সরকার, সিইডি ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব পলাশ বিন আশরাফী ও বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে আজ দুপুর ১২টায় বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের একটি প্রতিনিধিদল রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনিমের হাতে তুলে দেন। এ ছাড়া স্মারকলিপির একটি অনুলিপি বিরামপুর রেলওয়ে স্টেশনমাস্টারের মাধ্যমে রেলওয়ের মহাপরিচালক বরাবর প্রদান করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মানববন্ধনে অংশগ্রহকারীরা স্বেচ্ছাসেবক দলের নয়, গিয়াসের লোক : রিপন
বিএনপির দলীয় মনোনয়ন প্রার্থী মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ডাচ্ বাংলা ব্যাংকের সামনে মানববন্ধন করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারীরা।
মানববন্ধনে একাধিক ব্যাানার নিয়ে বিভিন্ন অংঙ্গ সংগঠনের পরিচয়ে নেতাকর্মীরা অংশগ্রহন করেন তবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি সেচ্ছাসেবকদল, ওই কর্মসূচিতে ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা লোকজন সেচ্ছাসেবক দলের কেউ না বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা।
আজকে যারা থানা স্বেচ্ছাসেবক দলের নামে ব্যানার করে মানববন্ধন করেছেন তাদের সাথে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কোন সম্পর্ক নেই। উক্ত মানববন্ধনে আমাদের থানা স্বেচ্ছাসেবক দলের কোন নেতা কর্মী উপস্থিত ছিলনা। তারা সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোক, স্বেচ্ছাসেবকদলের কেউ না।
আরো পড়ুন
সিদ্ধিরগঞ্জে মান্নানের মনোনয়ন বাতিলের কর্মসূচিতে জাসাসের অংশগ্রহণ
ফতুল্লায় নাশকতার চেষ্টায় সক্রিয় হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা
বন্দরে গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
বন্দরে আওয়ামীলীগ নেতা কবির হোসেন গ্রেপ্তার
বন্দরে সড়ক দূর্ঘটনায় অটো চালক নিহত
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়াউল গ্রেপ্তার
বন্দরে বখাটেদের হাতুড়ি পেটায় একই পরিবারের ৩জনসহ আহত ৪
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ
২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ
নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)
ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪
ইমেইল : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।
© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম