পায়রায় মিললো আড়াই কেজির ইলিশ, ১৬ হাজারে বিক্রি
Published: 20th, November 2025 GMT
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ।
বুধবার (১৯ নভেম্বর) বেলা ৪টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আবুল হোসেন জানান, উপজেলার নকরি এলাকার পায়রা নদীতে মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলেন জেলে আবুল হোসেন। সেসময় অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে ‘মায়ের দোয়া মৎস্য ভান্ডার’- এ ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। এরপর তালতলী মাছ বাজারে খোলা ডাকে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত ব্যবসায়ী আল-আমীন ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি নিতে নিতে আল-আমীন বলেন, “মাছটির আকার-রূপই আলাদা। দেহের গঠন নিখুঁত, মাছের মানও ভালো হবে বোঝাই যাচ্ছে। তাই দাম বেশি পাওয়া গেছে।”
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো.
ঢাকা/ইমরান/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর
মুন্সীগঞ্জ সদর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় আকলিমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পেয়ারা বেগম (৫০) নামে আরেকজন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী।
আরো পড়ুন:
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল কাভার্ডভ্যান, নিহত ১
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা মেলায় কাপড় কিনতে আসেন। মেলা এলাকার কাছে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রতন/রাজীব