ব্যক্তিস্বার্থে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার বন্ধে সুপারিশ
Published: 15th, January 2025 GMT
ব্যক্তিস্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার বন্ধের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। এই প্রতিবেদনে দুদক মোট ৪৭টি সুপারিশ তুলে ধরেছে।
রাষ্ট্রীয় উদ্যোগ ও আইনি সংস্কার অংশে প্রথম সুপারিশে বলা হয়েছে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ ২০ (২) এইরূপভাবে প্রতিস্থাপন করতে হবে ‘রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করবে, যেখানে সাধারণ নীতি হিসেবে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার করিতে পারবে না এবং অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক, সকল প্রকার শ্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে সাংবাদিক ইমরানের বাসায় চুরি
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক আবু হানিফ ইমরানের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
চোরের দল বাসার থাই গ্লাসের লক ও জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ১২ লাখ ৭৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর বারিক।
এরআগে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে নিমাইকাশারীর মাদানীনগর এলাকায়
এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪র্থ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক আবু হানিফ ইমরানের বাসায় চোরেরা পরিকল্পিতভাবে প্রবেশ করে।
থাই গ্লাসের জানালার লক ভেঙে ভেতরে ঢুকে তারা স্টিলের ফাইল কেবিনেট ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
সাংবাদিক ইমরান জানান, “ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। ফোনে খবর পেয়ে ফিরে এসে দেখি পুরো ঘর তছনছ অবস্থায় পড়ে আছে।
পরিবারের সদস্যরা শব্দ পেয়ে দরজা খুলতে না পারায় পাশের বাড়ির ছাদ দিয়ে লোক পাঠিয়ে ভেতরে প্রবেশ করা হয়। তখনই দেখা যায় কেবিনেট ভাঙা এবং সব মূল্যবান জিনিস নেই।”
ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর বারিক বলেন, “চুরির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।