ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী সাজিয়া ফারহানা প্রাপ্তি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, প্রাপ্তির বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। সে কারণে অন্তত ৫০ লাখ টাকা প্রয়োজন। 

প্রাপ্তির বন্ধুরা জানায়, ময়মনসিংহের ধোবাউড়ায় প্রাপ্তির বাড়ি। ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ পড়াশোনা করেন। তারপর ভর্তি  হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তবে এখন সবকিছুই থেমে গেছে তার। মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রাপ্তির চিকিৎসায় ইতোমধ্যে খরচ হয়েছে ৩০ লাখ টাকা। প্রাপ্তির মা একজন স্কুল শিক্ষক এবং বাবা স্বাস্থ্য বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী। যার ফলে তাদের পক্ষে এই খরচ বহন করা সম্ভব নয়। 

প্রাপ্তির বন্ধুরা তার চিকিৎসার ফান্ড গঠনে কাজ করছেন। ইতিমধ্যে তারা ফেসবুকে ‘ফান্ড ফর প্রাপ্তি’ পেজ খুলেছেন। সেখানে প্রাপ্তির চিকিৎসা তহবিলের জন্য সবার কাছে আবেদন করেছেন।

নিচের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা করা যাবে-

A/C No: 3326100012525 (Sonali bank-ধোবাউড়া শাখা)- প্রাপ্তির বাবা মো: মাহবুব আলম খান

বিকাশ: 01621 028277-প্রাপ্তির বাবা মো: মাহবুব আলম খান
০১৭৪৫৬৫৫২৭৪- প্রাপ্তির বোন সিদরাতুল মুনতাহা
01521550474- প্রাপ্তির বন্ধু তাজুল

নগদ
01784230453-প্রাপ্তির বন্ধু বিকন

রকেট
017223793874-প্রাপ্তির বন্ধু সাব্বির

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প র প ত র বন ধ

এছাড়াও পড়ুন:

সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, জনগণ মার্কা দেখে ভোট দিতে চায়: এমরান সালেহ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেছেন, ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবি করছে কোনো কোনো মহল। কিন্তু জনগণ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়; সরাসরি প্রার্থী, মার্কা ও দল দেখে ভোট দিতে চায়। অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক দাবি করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরের নতুন বাজারের হরি কিশোর রায় সড়কে বিএনপির কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে এমরান সালেহ এ কথাগুলো বলেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দেশব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। ময়মনসিংহ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আয়োজনে রক্তদানের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন এমরান সালেহ।

এমরান সালেহ বলেন, ‘ঐক্যের নামে এমন কিছু বিএনপি করতে পরে না, যা এ দেশের গণমানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংস্কৃতি ও রীতিনীতির পরিপন্থী। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ১৫ বছরের গণতন্ত্রের লড়াই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীরা আমাদের জাতীয় বীর। তাদের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া রাষ্ট্র ও জনগণের দায়িত্ব। জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারীসহ বিগত ১৫ বছরের গুম–খুনের শিকার ব্যক্তিরা প্রাপ্য মর্যাদা পাবেন।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বুকে ধারণ করেন। নেতা-কর্মীদেরও সেই আকাঙ্ক্ষা বুকে ধারণ করে পরিবর্তনের মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। জনগণ কষ্ট পায় বা পছন্দ করে না—এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

জেলা ড্যাবের সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েম মনোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মুসা শাহিন বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

সম্পর্কিত নিবন্ধ

  • মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনা
  • টানা পাঁচদিন সারাদেশে বৃষ্টির বার্তা
  • ছাগল বিক্রি করতে গিয়ে নিখোঁজ, পরে সেপটিক ট্যাংকে মিলল মরদেহ
  • সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, জনগণ মার্কা দেখে ভোট দিতে চায়: এমরান সালেহ
  • ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত
  • মমেকে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রীর মৃত্যু