বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুলের বাড়ি ভাঙচুর, আগুন
Published: 7th, February 2025 GMT
ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে জয়া রোডের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বিস্তারিত আসছে...
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অবৈধ সংযোগ বন্ধ করে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে স্মারকলিপি
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নিতাইপুর, মাহমুদপুর উত্তরপাড়া, দক্ষিণ কান্দাপাড়া পাকার মাথা, মিজমিজি মাদ্রাসা এলাকায় গ্যাসের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী জানান- দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় গ্যাস নাই বললেই চলে। গ্যাসের কারণে আমাদের বাসা বাড়িতে রান্নাবান্নার কাজ ও দৈনন্দিন বাসা বাড়িতে মা-বোনেরা কষ্টকর জীবন যাপন ও কোমলমতি শিশুদের পড়াশোনা সহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
ভুক্তভোগী এনায়েততুল্লাহ নামে একজন বলেন, আমরা কয়েকবছর ধরে গ্যাসের বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না। এই অভিযোগ নিয়ে আসছিলাম। আশা করি আমরা গ্যাস পাবো। আমরা নাগরিক অধিকার যেন পাই।
এলাকাবাসীর পক্ষে মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, এলাকাবাসী তিন বছর ধরে গ্যাস পাচ্ছে না। এলাকাবাসী বিল দিয়েও সেবা পাচ্ছে না। আমরা যেহেতু জনগণ নিয়ে কাজ করি। তাই জনগণের দাবী নিয়ে এসেছি।
উপমহাব্যবস্থাপক আমাদের কথা মনযোগ দিয়ে শুনেছেন। তিনি সমস্যা চিহ্নিত করে এটার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেছি, আমরা বলেছি অবৈধ গ্যাস সংযোগ দেয়ার ব্যাপারে এখানের অনেক কর্মকর্তারা বিভিন্নভাবে সম্পৃক্ত থাকে। এটা আমরা জানি কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যায় না। তারা এটাকে কৌশলে কাজে লাগিয়ে মানুষকে জিম্মি করে টাকা নেয়। নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সন্ত্রাস দুর্নীতিমুক্ত করতে হবে।
এটা করতে না পারলে বাংলাদেশের শান্তি নিরাপত্তা উন্নতি অভাব অভিযোগ শেষ হবে না। শুধু গ্যাস অফিস নয় ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত দুর্নীতিতে ভরে আছে। যার যার জায়গা থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করলে জনগণের সেবা তারা দিতে পারবে।
নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মনজুর আজিজ মোহন বলেন, আমরা বিষয়টি দেখবো। আমাদের চাহিদা অনেক। চাহিদা বেশি থাকার কারণে অনেকেই গ্যাস পাচ্ছে না। সেই সাথে আমাদের কোনো লোক যদি অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও সমাজ কল্যান বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক মাহাবুব আলম, শিক্ষাবিদ মো জাহিদুল ইসলাম, জামায়াত নেতা জসিম, ফরহাদ সহ সংশ্লিষ্ট এলাকার ভোক্তভোগীরা।