বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুলের বাড়ি ভাঙচুর, আগুন
Published: 7th, February 2025 GMT
ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে জয়া রোডের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বিস্তারিত আসছে...
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যে মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গতকাল রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়। একই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকা থেকে এনায়েত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ ঘুরছিলেন তিনি। পুলিশের সন্দেহ হলে তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। ঘোরাঘুরির কারণ জানতে চাইলে এনায়েত করিম কোনো উত্তর দিতে পারেননি। তখন পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে।
পুলিশ জানায়, এনায়েতের বিরুদ্ধে "সরকার উৎখাতের ষড়যন্ত্রে" জড়িত থাকার অভিযোগ রয়েছে। এনায়েত করিম চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে এসেছিলেন। এনায়েতকে জিজ্ঞাসাবাদে শওকত মাহমুদের নাম এসেছে এবং তার সঙ্গে এনায়েতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই মামলায় আরো দুজন আগে গ্রেপ্তার হয়েছিলেন।
গত এপ্রিলে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব শওকত মাহমুদ।
ঢাকা/এমআর/ইভা