সেরা ফিল্ডার মুশফিক, উদীয়মান তানজিদ
Published: 8th, February 2025 GMT
বিপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম কিংসকে ৩ বল থাকতে ৩ উইকেটে হারিয়েছে তারা। দলকে ম্যাচ জেতানো ভিত্তি এনে দিয়ে ফাইনাল সেরা হয়েছেন তামিম ইকবাল। তিনি ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ফাইনাল সেরা হিসেবে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন তিনি।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি খুলনা টাইগার্সকে কোয়ালিফায়ারে তুলতে বড় ভূমিকা রাখেন। ব্যাট হাতে ৩৫৫ রান করেন এবং ১৩ উইকেট নেন এই অলরাউন্ডার। যে কারণে তাকে টুর্নামেন্টের সেরা ঘোষণা করা হয়েছে। মিরাজ ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন।
বিপিএলের সেরা ফিল্ডারের পুরস্কার জিতে বিস্ময় উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। তবে উইকেটের পেছনে দাঁড়িয়ে চুপিচুপি নিজের কাজটা দারুণভাবেই করেছেন অভিজ্ঞ মুশফিক। ১৪টি ডিসমিশাল অর্থাৎ উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ও স্টাম্পিং করেছেন। দুটি রান আউটেও সহায়তা করেছেন। ইনজুরির কারণে ম্যাচ মিস ও কিপিং মিস না করলে সংখ্যাটা বাড়তে পারত। মুশফিক ৩ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।
টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন তানজিদ তামিম। যদিও এক বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। গত বিপিএলেও ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। ব্যাট হাতে এবারো সেঞ্চুরি পেয়েছেন। বয়সের দিক থেকে তাকে উদীয়মান বলাই যায়। তানজিদ ৩ লাখ টাকার অর্থ পুরস্কার জিতেছেন।
বিপিএলে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার ওপেনার নাঈম শেখ। তিনি ৫ লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন। ২৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নেওয়ার পুরস্কার জিতেছেন দুর্বার রাজশাহীর তাসকিন। তাকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল কর ছ ন ব প এল উইক ট
এছাড়াও পড়ুন:
নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আজ বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রথম কাজ হলো শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আশু করণীয় নিয়ে যাত্রা শুরু করা। এরপর পর্যায়ক্রমে প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’
‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।