Samakal:
2025-05-01@05:48:54 GMT

নিরাপদ লিডের খোঁজে বাংলাদেশ

Published: 22nd, April 2025 GMT

নিরাপদ লিডের খোঁজে বাংলাদেশ

সিলেট টেস্টের ফলাফল নিয়ে চর্চা শুরু হয়ে গেছে গতকালই। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের প্রতিনিধি মুমিনুল হক আর জিম্বাবুয়ের প্রতিনিধি মুজারাবানির কাছে জানতে চাওয়া হয়েছিল জয়-পরাজয়ে কত রানের ভূমিকা থাকবে। মুমিনুল ২৭০ থেকে ৩০০ রানকে নিরাপদ লিড দাবি করেন। মুজারাবানির মতে, ২০০ রানের টার্গেট তাড়া করা সম্ভব। সেক্ষেত্রে বাংলাদেশকে ২৮২ রানের মধ্যে বেঁধে ফেলতে হবে জিম্বাবুয়েকে। সেখানে নিরাপদ লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩৮২ রান। অর্থাৎ আজ চতুর্থ দিন ছয় উইকেটে আরও ১৮৯ রান করতে হবে নাজমুল হোসেন শান্তদের। খুব ভালো ব্যাটিং করতে না পারলে এ রান করা চ্যালেঞ্জিং। সেদিক থেকে দেখলে সিলেট টেস্ট পেন্ডুলামের মতো দুলছে।  

১ উইকেটে ৫৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন ৩ ঘণ্টা ২০ মিনিট ব্যাটিং করে সে স্কোর নিয়ে গেছে ১৯৪ রানে। ৪৪ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় দুপুর ১টায় তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায়। সেশন নির্ধারণ করা হয়েছিল ২ ঘণ্টা ২০ মিনিট করে। আলোস্বল্পতা দেখা দেওয়ায় ১ ঘণ্টা কম খেলা হয়। বিকেল ৫টায় দিনের খেলা শেষ করেন ম্যাচ অফিসিয়ালরা। আজ ১৫ মিনিট আগে সকাল পৌনে ১০টায় চতুর্থ দিনের খেলা শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালাতে চান আম্পায়াররা।  

সোমবারের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় (২৮) আর মুমিনুল হক (১৫) দিন শুরু করে বেশিক্ষণ জুটি অক্ষত রাখতে পারেননি। ১৯.

৫ ওভারে জুটি ভাঙে। ৩৩ রান করে মুজারাবানির বলে ক্যাচ আউট হন জয়। ৯৭ বলে ৬০ রানের জুটি দু’জনের। মুমিনুলের সঙ্গে শান্ত জুটি গড়েন দেখেশুনে খেলে। ৯১ বলে করেন ৬৫ রান। সেট হওয়ার পর দারুণ খেলছিলেন অভিজ্ঞ দুই ব্যাটার। ড্রেসিংরুম থেকে বড় রান আশা করা হয়েছিল জুটিতে। মুমিনুলের আত্মাহুতিতে সে স্বস্তি ভেস্তে যেতে বসে। মুজারাবানির লাফানো বল ব্যাটে চুমু খেয়ে ক্রেইগ আরভিনের হাতে। ৮৪ বলে ছয় চারে ৪৭ রান তাঁর। এর পরও সিলেট টেস্টের দলের একমাত্র ধারাবাহিক ব্যাটার তিনি। প্রথম ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান। মুমিনুলের পর মুশফিকুর রহিম এসে ৪ রান করে দলকে বিপদে ফেলে ড্রেসিংরুমে ফেরেন। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ডাবল সেঞ্চুরি করা মুশফিক সিলেট টেস্টে করেছেন আট (৪+৪) রান। ১৫৫ রানে চতুর্থ উইকেট পতনের পর জাকের আলী শান্তর সঙ্গে জুটি গড়ে স্বস্তি ফেরান। ৯২ বলে ৩৯ রানে অবিচ্ছেদ্য

তারা। শান্ত ১০৩ বলে ৬০ রান করেছেন। টেস্টের পঞ্চম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে নিয়ে যেতে চাইবেন টাইগার অধিনায়ক। কারণ এ জুটির ওপর নির্ভর করছে ইনিংসের ভবিষ্যৎ।
মুমিনুল হকের মতে, ‘টার্গেট ৩০০ রানের উপরে দিলে ভালো। ৩০০ না হলেও ২৭০ থেকে ২৮০ রান করতে হবে।’ বাকি ছয় উইকেটে এ লক্ষ্য দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। কারণ টেলএন্ডে বোলাররা রান করতে পারেন। তিনি বলেন, ‘এসব জায়গায় আমাদের আরেকটু ক্যালকুলেটিভ ব্যাটিং করতে হবে। কালকে সকালে কঠিন হতে পারে। ক্রাঞ্চ মোমেন্টে আমাদের আরও লম্বা সময় মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। ভালো জুটি গড়তে পারলে তিনশর কাছাকাছি যাওয়া সম্ভব।’ নিয়মিত ব্যাটাররা ব্যর্থ হয়ে রানের জন্য অপেক্ষা করেন বোলারদের ওপর। অথচ হওয়ার কথা উল্টো। ব্যাটাররা বড় ইনিংস গড়ে বোলারদের স্বস্তিতে ব্যাট করার সুযোগ দেবেন। কিন্তু তা হচ্ছে না। মুমিনুল স্বীকার করেছেন, সম্প্রতি ব্যাটিং ইউনিট বোলিং ইউনিটের মতো ভালো করতে পারছে না। জিম্বাবুয়ের মতো দ্বিতীয় টায়ারের টেস্ট দলের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে। অথচ বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপেই দুই বছরে ১২টি টেস্ট খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দলই খাবি খাচ্ছে জিম্বাবুয়ের কাছে।  

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ