ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ ‘রাশিয়ার অংশ হতে চায়’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর ক্রেমলিনের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকেই প্রতিফলিত করে।

স্থানীয় সময় গত সোমবার ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ধারণা করছেন ইউক্রেন ‘কোনো এক সময় রাশিয়ার হয়ে যেতে পারে’। এমন সময় তিনি এ মন্তব্য করলেন, যখন তাঁর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

২০২২ সালে ইউক্রেনের চারটি অঞ্চল একীভূত করে নেয় রাশিয়া। বিষয়টি তুলে ধরে পেসকভ সাংবাদিকদের বলেন, বাস্তবতা হলো ইউক্রেনের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ায় একীভূত হতে চায় এবং ইতিমধ্যে হয়েছেও। এ ধরনের কোনো বিষয়ে হওয়া না হওয়ার ক্ষেত্রে সমান সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত রোববার নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ ফোনালাপের বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ক্রেমলিন।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা (ইউক্রেন) একটি চুক্তি করতে পারে, না-ও করতে পারে। তারা একদিন রাশিয়ার হয়ে যেতে পারে কিংবা রাশিয়ার না-ও হতে পারে।

ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের ওপরও জোর দেন ট্রাম্প। এ ক্ষেত্রে দেশটির বিরল খনিজের মতো প্রাকৃতিক সম্পদের বাণিজ্যের বিষয়ে জোর দেন তিনি।

শিগগিরই নিজের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কেইথ কেলগকে কিয়েভে পাঠানোর কথা সোমবার নিশ্চিত করেছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধে কেইথকে একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন র

এছাড়াও পড়ুন:

হাসপাতালে জিতু কমল

শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের আলোচিত অভিনেতা জিতু কমল। বুধবার (৫ নভেম্বর) ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং সেটে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।  

উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়া সিনেমাটির শুটিং চলছিল। এ টিমের এক সদস্য ভারতীয় গণমাধ্যমে বলেন, “শুটিংয়ের মাঝে হঠাৎ বুকে চাপ অনুভব করেন অভিনেতা জিতু কমল। কাঁপুনি দিয়ে জ্বর আসে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অভিনেতার ঠিক কী হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।” 

আরো পড়ুন:

ছেলের বন্ধুরা ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

বিয়ে করলেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী

বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’। জানা যায়, এ দিন শুটিং সেটে ছিলেন জিতুর সহ-অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগে এই দুই তারকা ‘বাবুসোনা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। জিতুর অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। 

সিনেমার পাশাপাশি ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং নিয়েও ব্যস্ত জিতু। ধারাবাহিকটি ২০০ পর্ব পেরিয়েছে। চলতি বছরে পর পর বেশ কিছু কাজ করেছেন অভিনেতা। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ সিনেমায় শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে দেখা যায় তাকে। এ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসাও কুড়ান এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ