বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের সুভলী উত্তরপাড়া (পান্তা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল (৪) ও ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘ সময় পরেও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। বিকেলে ৪টার দিকে ছামিহা খাতুনের মরদেহ পুকুরে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুরে নেমে রবিউলের লাশ উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। 

আরো পড়ুন:

সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার

ঢাকা/নুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ