অবিলম্বে নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ রোববার এক বিবৃতিতে দলের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলোতে ইসলামি শরিয়াহভিত্তিক পারিবারিক বিধানকে চরমভাবে অবজ্ঞা ও অস্বীকার করা হয়েছে। সুপারিশে থাকা ‘অভিন্ন পারিবারিক আইন’–এর মাধ্যমে সব ধর্মের নারীদের বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করার নামে ইসলামের বিধানকে বাতিল করে পশ্চিমা সমাজব্যবস্থা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা বলে বিবৃতিতে বলা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, ইসলামে নারীর জন্য নির্ধারিত উত্তরাধিকার, বিবাহ ও তালাকের বিধান কোরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত, যা পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিবৃতিতে তাঁরা বলেন, যৌন পেশাকে আইনি স্বীকৃতি দেওয়া বা শ্রম অধিকার প্রতিষ্ঠার প্রস্তাব সরাসরি কোরআন ও সুন্নাহর পরিপন্থী এবং সমাজে ব্যভিচার, অনাচার ও নৈতিক অধঃপতনকে অবাধ করে দেবে।

অভিন্ন পারিবারিক আইন তৈরির প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আগামী ৩ মের আগে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রেমের মেট্রো-যাত্রায় জীবনের গল্প

অনুরাগ বসু মানেই ভিন্নধর্মী প্রেমের গল্প। ২০০৭ সালে ‘লাইফ ইন আ...মেট্রো’তে প্রেম, বন্ধন, বিচ্ছেদ আর জীবনের ছোট ছোট আবেগের গল্পই অন্য রকমভাবে বলেছিলেন। ১৮ বছর পর ‘মেট্রো ইন দিনোঁ’ সিনেমায় সেই গল্পেরই নতুন অধ্যায় নিয়ে ফিরলেন তিনি। সময়ের সঙ্গে বদলেছে প্রেমের ধরন, বদলেছে জীবনযাত্রা; কিন্তু হৃদয়ের টান, দাম্পত্যের টানাপোড়েন, প্রেমে পড়ার অনুভূতি এখনো ততটাই জীবন্ত। এটাই অনুরাগ বসুর ছবির শক্তি—সময় যতই বদলাক, প্রেমের ভাষা থেকে যায় একই।

ছবি: ‘মেট্রো ইন দিনোঁ’
পরিচালক: অনুরাগ বসু
সংগীত পরিচালক: প্রীতম
অভিনয়শিল্পী: অনুপম খের, নীনা গুপ্তা, পংকজ ত্রিপাঠী, কঙ্কণা সেন শর্মা, আলী ফজল, ফাতিমা সানা শেখ, আদিত্য রায় কাপুর, সারা আলী খান, শাশ্বত চট্টোপাধ্যায়।

চার জুটি, চার রঙের গল্প
ছবির কেন্দ্রে আছে চার জুটি। তাঁদের জীবন ভিন্ন, চাওয়া-পাওয়া আলাদা, কিন্তু এক সুতায় গাঁথা—ভালোবাসা। শিবানী (নীনা গুপ্তা) সংসারের চাপে স্বপ্ন বিসর্জন দিয়েছেন বহু আগেই। স্বামী সঞ্জীবের (শ্বাশত চট্টোপাধ্যায়) পরকীয়া মেনে নিয়ে সংসার চালিয়েছেন সন্তানের মুখ চেয়ে। কলেজ পুনর্মিলনীতে পরিমলের (অনুপম খের) সঙ্গে হঠাৎ দেখা, আবার নতুন করে দানা বাঁধে পুরোনো প্রেম। প্রেম এখানে বয়সের বেড়াজালে আটকে নেই—এটা স্মৃতির, প্রশ্রয়ের, হারিয়ে যাওয়া আবেগের গল্প।

‘মেট্রো ইন দিনো’ ছবির পোস্টার থেকে। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ