খুলনায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ২৫ জনকে আটকের কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রবিবার (২০ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহা. আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘খুলনায় ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ছাড়াও যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’’

আরো পড়ুন:

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে তাদের মা: পুলিশ

বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগে জামায়াত নেতা আটক

এর আগে, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, রবিবার সকালে খুলনা নগরীর জিরো পয়েন্ট, সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুর এবং শান্তিধাম মোড় এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

মুজিবনগরে অস্ত্র-গুলিসহ আটক ১

মেহেরপুরের মুজিবনগরে বিদেশি অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে রসিকপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাজুকে আটক করেন মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা।

নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ভোর ৩টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা/ফারুক/রফিক 

সম্পর্কিত নিবন্ধ