অঙ্কন-সোহানের সেঞ্চুরিতে বড় জয়, সিরিজ বাংলাদেশের
Published: 7th, May 2025 GMT
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮৭ রানে জিতেছে নুরুল হাসান সোহানের দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
দ্বিতীয় এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সেঞ্চুরি করেন মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান। তাদের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৩.
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনার নাঈম শেখ ৪০ রানের ইনিংস খেলেন। তিনে নেমে এনামুল হক ৩৯ রান করে ফিরে যান। বাংলাদেশ ‘এ’ দল ৯৭ রানে ৩ উইকেট হারায়। সেখান থেকে ২২৫ রানের জুটি গড়েন অঙ্কন ও সোহান।
বিপিএলের পর ডিপিএলে দারুণ ছন্দে থাকা অঙ্কন চারে ব্যাট করতে নেমে ১০৮ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তিনি সাতটি চার ও পাঁচটি ছক্কা মারেন। অধিনায়ক সোহান ১০১ বলে ১১২ রান করেন। তার ব্যাট থেকে সাতটি করে চার ও ছক্কা আসে।
নিউজিল্যান্ডের ওপেনার ডেল ফিলিপস ৫৪ বল খেলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। তিনি ১৪টি চার ও দুটি ছক্কা মারেন। তবে টপ ও মিডলের অন্য চার ব্যাটার ব্যর্থ হন। লোয়ার মিডলে জস ক্লার্কসন ৩৪ ও মিচি হে ৩৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পেসার শরিফুল ইসলাম ২ উইকেট নেন। স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক ৩ উইকেট দখল করেন। দুটি করে উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি।
উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
বাংলাদেশকে দেখে পাকিস্তানকে শিখতে বললেন কামরান আকমল
সুপার ফোর শুরু হতেই জমে উঠেছে এশিয়া কাপ। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ দল শ্রীলঙ্কার ১৬৮ রান তাড়া করেছে ১ বল বাকি থাকতে। আজ এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ। এ ম্যাচের আগে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলার প্রশংসাও ঝরেছে তাঁর মুখে।