নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮৭ রানে জিতেছে নুরুল হাসান সোহানের দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
 
দ্বিতীয় এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সেঞ্চুরি করেন মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান। তাদের ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৩.

১ ওভারে ২৫৭ রানে অলআউট হয়।  

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনার নাঈম শেখ ৪০ রানের ইনিংস খেলেন। তিনে নেমে এনামুল হক ৩৯ রান করে ফিরে যান। বাংলাদেশ ‘এ’ দল ৯৭ রানে ৩ উইকেট হারায়। সেখান থেকে ২২৫ রানের জুটি গড়েন অঙ্কন ও সোহান। 

বিপিএলের পর ডিপিএলে দারুণ ছন্দে থাকা অঙ্কন চারে ব্যাট করতে নেমে ১০৮ বলে ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তিনি সাতটি চার ও পাঁচটি ছক্কা মারেন। অধিনায়ক সোহান ১০১ বলে ১১২ রান করেন। তার ব্যাট থেকে সাতটি করে চার ও ছক্কা আসে। 

নিউজিল্যান্ডের ওপেনার ডেল ফিলিপস ৫৪ বল খেলে ৭৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। তিনি ১৪টি চার ও দুটি ছক্কা মারেন। তবে টপ ও মিডলের অন্য চার ব্যাটার ব্যর্থ হন। লোয়ার মিডলে জস ক্লার্কসন ৩৪ ও মিচি হে ৩৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পেসার শরিফুল ইসলাম ২ উইকেট নেন। স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক ৩ উইকেট দখল করেন। দুটি করে উইকেট নেন স্পিনার তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি।  

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের সময় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের সময় বুধবার কয়েক ডজন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রধান লাইব্রেরির অংশ দখল করার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

নিউ ইয়র্ক পুলিশকে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন ছাত্রকে বাটলার লাইব্রেরির বাইরে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে। 

বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের অনুরোধে পুলিশ ক্যাম্পাসে পৌঁছেছিল। কর্মকর্তারা জানিয়েছিলেন, লাইব্রেরির দ্বিতীয় তলার প্রধান পাঠ কক্ষ দখলকারী বিক্ষোভকারীরা অনুপ্রবেশের সাথে জড়িত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা টেবিলের উপর দাঁড়িয়ে ড্রাম বাজাচ্ছে এবং লরেন্স এ. ওয়েইন পাঠ কক্ষের ঝাড়বাতির নীচে ‘গাজার জন্য হামলা’ এবং ‘মুক্ত অঞ্চল’ লেখা ব্যানার উড়িয়েছে।

গত বছর ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, কর্তৃপক্ষ ইহুদিবিদ্বেষী এবং ইহুদি ছাত্রদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ এবং অন্যান্য কুসংস্কার মোকাবিলায় কাজ করেছে।

বুধবার রাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা ‘ভবনটি সুরক্ষিত করার জন্য, নিউ ইয়র্ক পুলিশের সহায়তা চেয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ