থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের খেলা। সেখানেই আজ অদ্ভুত ঘটনার জন্ম দিল সংযুক্ত আরব আমিরাত নারী দল। কাতারের বিপক্ষে প্রথম ব্যাটিং নিয়ে ১৬ ওভারেই বিনা উইকেটে ১৯২ রান তুলে ফেলে দলটি। ‘যথেষ্ট হয়েছে, আর নয়’—এই মনে করেই কিনা এরপর দলটির দুই ওপেনার অধিনায়ক এশা ওজা ও তীর্থা সতীশ রিটায়ার্ড আউট (ইচ্ছে করে ফেরত যাওয়া) হয়ে ফেরেন ড্রেসিংরুমে।

এরপর দলটি যা করল, সেটিই ম্যাচটিকে ইতিহাস বানিয়েছে। টি-টোয়েন্টিতে তো আর ইনিংস ঘোষণা করার নিয়ম নেই, তাই দলটি জানিয়ে দেয় তাদের পরের ৮ ব্যাটসম্যানও রিটায়ার্ড আউট। এক ইনিংসে ১১ জন আউট হওয়ার নিয়ম নেই, তাই দলটির ১১ নম্বর ব্যাটারের নামের পাশে অপরাজিত শূন্য লেখে স্কোর কার্ডে।

এই ম্যাচের আগে নারী-পুরুষ মিলিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে কোনো দল দুজনের বেশি ব্যাটার বা ব্যাটসম্যানকে রিটায়ার্ড আউট করায়নি। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এমন আউট ছিল ১২টি। আজ একঝটকায় সেটি প্রায় দ্বিগুণ (২২) হয়ে গেল।

মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে রেকর্ড চতুর্থ সেঞ্চুরি করেছেন আমিরাত অধিনায়ক এশা ওজা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ট য় র ড আউট

এছাড়াও পড়ুন:

উড়ল সাদা ধোঁয়া, ১৪০ কোটি খ্রিস্টান পেল নতুন পোপ

ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে। এর মাধ্যমে কার্ডিনালদের ভোটে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কয়েক দিনের অধীর অপেক্ষার পর ১৪০ কোটি ক্যাথলিক খ্রিস্টান পেল নতুন ধর্মগুরু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৬টায় (বাংলাদেশর সময় রাত ১০টা) সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হওয়া শুরু করে।

তবে নির্বাচিত পোপের নাম এখনও ঘোষণা করা হয়নি। আগামী এক ঘণ্টার মধ্যেই তিনি সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি ভাষণ দেবেন।

নির্বাচনের পর নতুন পোপকে সিস্টিন চ্যাপেলের পাশের একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি ঐতিহ্যবাহী সাদা পোপের পোশাক পরিধান করবেন। এরপর শীর্ষস্থানীয় কার্ডিনাল ‘হাবেমাস পাপাম (আমাদের একজন পোপ আছেন)’ বলে নতুন পোপের নাম ঘোষণা করবেন। এরপর তার নির্বাচিত পোপীয় নাম ঘোষণা করা হবে।

সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হাজার হাজার মানুষ ও বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বী অধীর আগ্রহে নতুন পোপের আগমনের জন্য অপেক্ষা করছেন। নতুন পোপের নির্বাচন ক্যাথলিক চার্চের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা বিশ্বজুড়ে গভীর আগ্রহের সৃষ্টি করেছে।

সূত্র: বিবিসি

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • পাতে খাবার তুলে দিতে না পেরে মাকে কত দিন কাঁদতে দেখেছি, তাঁর কারণেই আজ আমি চিকিৎসক
  • সম্ভাবনাময় শ্রমবাজার ইতালিতে কর্মী কম যাচ্ছেন, কারণ কী
  • ভারতে দুই গোলে এগিয়ে গিয়েও জয় পেল না বাংলাদেশ
  • ভারতে ইউটিউবে ৪ বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ
  • বাবাকে হত্যায় আদালতে মেয়ের দায় স্বীকার
  • দেশে ফেরার পথে ভারতে গ্রেপ্তার ১৬ বাংলাদেশি
  • আন্দোলনে অংশ না নিয়েও জুলাইযোদ্ধা তালিকায় নাম, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
  • চ্যাটজিপিটির মাধ্যমে পুরোনো সাদাকালো ছবি রঙিন করবেন যেভাবে
  • উড়ল সাদা ধোঁয়া, ১৪০ কোটি খ্রিস্টান পেল নতুন পোপ