রাবি ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে পুলিশে দিল ছাত্রদল
Published: 13th, May 2025 GMT
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার এক কর্মীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে রাজশাহী নগরীর মতিহার থানায় হস্তান্তর করেন।
ছাত্রলীগের ওই কর্মীর নাম অরিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল গালিবের অনুসারী ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ক্যাম্পাস ছাড়েন। সম্প্রতি রাজশাহী আসলেও ক্লাসে অংশগ্রহণ করেননি। কিন্তু রাতে ক্যাম্পাসে প্রবেশের সময় তাকে আগে থেকে অনুসরণ করে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘রাবির প্রধান ফটকের সামনে থেকে অরিত্র নামের এক ছাত্রকে ছাত্রলীগ সন্দেহে তুলে থানায় সোপর্দ করেছে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। আমরা উভয়পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ করছি। এখন দুই পক্ষই থানায় রয়েছে।’
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো.
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি একটা ছেলেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই ছেলে ছাত্রলীগের রাজনীতি করতো। তার পরিবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এখন সে থানায় আছে।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত রদল র জন ত ত কর ম কর ম র
এছাড়াও পড়ুন:
নিজেকে কখনো আবেদনময়ী মনে করিনি: সামান্থা
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। ২০২১ সালের ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।
সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। তারপর ৮-৮০ বছর বয়সি মানুষও এই গানে নেচেছেন। তুমুল জনপ্রিয় এই গান নিয়ে কথা বলেছেন সামান্থা। গালাতা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এই তারকা।
সামান্থা রুথ প্রভু বলেন, “এমন বিশেষ একটি গানের জন্য আমাকে কে ভাববে? তাও যে গানটিতে সত্যি আমাকে আকর্ষণীয় দেখাতে হবে! আমি সবসময়ই সুন্দর, পাশের বাড়ির মেয়ের মতো অভিনয় করতাম। এটি কেবল কোরিওগ্রাফির বিষয় নয়। বরং এটি একটি সাহসী, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব।”
গানটিতে কেবল নাচের বিষয়ই ছিল না। বরং আচরণগত ব্যাপারও ছিল। তা জানিয়ে সামান্থা বলেন, “এটি কেবল নাচের বিষয় ছিল না। এটি আচরণেরও ব্যাপার ছিল। একজন নারী যে স্বভাবে উগ্র, আত্মবিশ্বাসী এবং যৌনতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ এ সবের কিছুই আমার মধ্যে নেই।”
নিজেকে আবেদনময়ী মনে করেন না সামান্থা। তার ভাষায়, “আমি আমার জীবনে, কখনো নিজেকে সুন্দরী, আবেদনময়ী নারী মনে করিনি। আমার মনে হয়, ‘ও ও আন্তাভা’ আমার জন্য একটি সুযোগ ছিল।”
গানটির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা রুথ প্রভু বলেন, “প্রথম শটে ৫০০ জুনিয়র আর্টিস্টের সামনে নেচেছিলাম। সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম।”
জনপ্রিয়তার কথা চিন্তা করে এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন পরিচালক সুকুমার। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।
এ সিনেমায়ও আইটেম গান রাখা হয়েছে। সিক্যুয়েলটির আইটেম গানেও সামান্থাকে নাচের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজি হননি ৩৮ বছরের সামান্থা। তার পরিবর্তে নেওয়া হয় শ্রীলীলাকে। সামান্থার মতো আলোড়ন তুলতে না পারলেও প্রশংসা কুড়ান শ্রীলীলা। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে সিনেমাটি।
ঢাকা/শান্ত