বিপিএল ফিক্সিংকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: আসিফ মাহমুদ
Published: 9th, November 2025 GMT
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘বিপিএল ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলমান। যাদের বিরুদ্ধে অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তাদের খেলতে কোনো বাধা নেই, তবে খেলোয়াড়সহ ফিক্সিংকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে।’’
এছাড়া, জাহানারাসহ নারী খেলোয়াড়দের যৌন হেনস্তার অভিযোগের তদন্ত প্রতিবেদনের উপর যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সরকার।’’
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সাভারের বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এ সময় গত বিপিএলের ম্যাচ ফিক্সিং নিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘‘বিসিবিও চায় না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তারা খেলায় অংশ নিক। তবে, যেসব খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি তাদের এখনই অপরাধী বলা যাবে না। শুধু খেলোয়াড় নয় ফিক্সিংকান্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।’’
এদিকে, জাহানারসহ নারী খেলোয়াড়দের প্রতি যৌন হেনস্তা প্রসঙ্গে তদন্ত কমিটি সঠিক সময়ে প্রতিবেদন দেবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
তিনি বলেন, ‘‘নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সরকার আন্তরিক। তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। তদন্ত প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/সাব্বির/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কবরীর শেষ সিনেমার হাল-চাল
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। কেবল অভিনয়েই নন, চলচ্চিত্র নির্মাণেও রেখেছিলেন অনন্য ছাপ। জীবনের শেষ প্রান্তে এসে শুরু করেছিলেন তার স্বপ্নের ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ। কিন্তু নিয়তির কাছে হেরে যান কবরী। মাত্র দুই দিনের শুটিং বাকি থাকতেই অর্থাৎ ২০২১ সালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই গুণী শিল্পী।
তবে মায়ের অসমাপ্ত সেই স্বপ্ন থেমে থাকেনি। কবরীর ছেলে শাকের চিশতী মায়ের সেই কাজ সম্পূর্ণ করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের শেষের দিকে সিনেমাটির নির্মাণ ও সম্পাদনা শেষ হয়েছে। এবার এটি বিদেশি কোনো চলচ্চিত্র উৎসবে প্রথম প্রিমিয়ার হতে যাচ্ছে, এরপরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এই তুমি সেই তুমি’।
আরো পড়ুন:
শাকিবের ‘প্রিন্স’ সিনেমার জন্য অমিতাভ বচ্চনের শুভেচ্ছা
কত টাকা আয় করেছে রাশমিকার নতুন সিনেমা?
শাকের চিশতী বলেন, “আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডাবিং, সম্পাদনা—সব কাজ শেষ করতে পেরেছি। দেশের বাইরে কয়েকটি আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি জমা দিয়েছি। সেখানে প্রদর্শনীর পরই দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।”
কবরীর লেখা কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এ সিনেমায় সময়ের দুই প্রেক্ষাপট উঠে এসেছে—একটি বর্তমান সময়ের গল্প, অন্যটি মুক্তিযুদ্ধের সোনালি অধ্যায়। এই দুই সময়ের সংযোগেই ফুটে উঠেছে ভালোবাসা, ত্যাগ আর মানবিকতার এক গল্প।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি কবরী এই সিনেমার জন্য গানও লিখেছিলেন। সেই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও কোনাল। আর সংগীত পরিচালনা করেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
‘এই তুমি সেই তুমি’ শুধু একটি সিনেমা নয়, এটি যেন কবরীর অসমাপ্ত জীবনের শেষ অধ্যায়ের সেলুলয়েড স্মারক—যেখানে তিনি রেখে গেছেন নিজের হৃদয়ের সুর, ভাবনা আর ভালোবাসার চিহ্ন।
ঢাকা/রাহাত/শান্ত